চাঁদের মাটিতে মোবাইল টাওয়ার বসাতে নাসার সাথে চুক্তি ফোন প্রস্তুতকারী সংস্থার

0
122

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার মোবাইল টাওয়ার বসতে চলেছে চাঁদের মাটিতে। চন্দ্রপৃষ্ঠে অভিযান করলেই তো আর হবে না। মানুষের যোগাযোগ মাধ্যম থাকা জরুরী। তাই চাঁদের বুকে সেই যোগাযোগের মাধ্যমকে উন্নত করতে এবার আরও একধাপ এগিয়ে গেল নাসা। পৃথিবীর এই উপগ্রহটিতে এবার মোবাইল টাওয়ার বসানোর জন্য নাসা চুক্তি করল মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থার সঙ্গে।

NASA | newsfront.co
প্রতীকী চিত্র

সোমবারই ফিনল্যান্ডের টেলিকমিউনিকেশন সংস্থা জানায় যে, নাসার সঙ্গে অংশীদারীত্বের পথে হেঁটেছে তাঁরা। চাঁদের মাটিতে মানুষের উপস্থিতি যাতে আরও মজবুত হয়, সেইজন্য তাঁরা নাসার সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহী হয়েছে। এর ফলে মহাকাশে এটিই প্রথম কাজ হবে যেখানে এলটিই বা ফোর জি কমিউনিকেশন সিস্টেম থাকবে।

ফোন প্রস্তুতকারী সংস্থা নোকিয়ার বেল ল্যাবস ইউনিট এটিকে “আল্ট্রা-কমপ্যাক্ট, লো-পাওয়ার, এন্ড-টু-এন্ড এলটিই সলিউশন” হিসাবে বর্ণনা করেছে।

আরও পড়ুনঃ আমেরিকার কাছে শীত পোশাক কিনে চিনকে বার্তা ভারতের

সংস্থার তরফে বলা হয়েছে, “চাঁদের মাটিতে মোবাইল টাওয়ার বসানোর ফলে উৎক্ষেপণ এবং চন্দ্রপৃষ্ঠের অবতরণের জন্য এখন যে কঠোর পদ্ধতি অবলম্বন করতে হয় তার সুরাহা হবে। এছাড়াও অন্যান্য কঠিন পরিস্থিতি সমাধান করার জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে এই টেলিকমিউনিকেশন সিস্টেমকে।“

আরও পড়ুনঃ আনন্দ ভাগ করে নিতে বাংলাদেশে আমন্ত্রিত মোদী

নোকিয়া এও জানায় যে, মহাকাশচারীরা প্রয়োজনে যাতে ওয়ারলেস ব্যবহার করতে পারেন, তার জন্য ফাইভ জি নেটওয়ার্কের মতো আপগ্রেডেড প্রযুক্তিও এক্ষেত্রে ব্যবহার করছে তাঁরা।

মোবাইল ফোন উৎপাদনকারী এই সংস্থাটি একটি বিশেষ টেকনোলজি ব্যবহার করার পরিকল্পনা করছে, যা ২০২২ সালের শেষের দিকে চাঁদের মাটিতে বসানো সম্ভব হবে। নোকিয়া বলেছে, এমন ধরণের প্রযুক্তি সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে যা চাঁদের রোভারগুলি দূর থেকে নিয়ন্ত্রণ করতে বা রিয়েল-টাইম নেভিগেশন এবং হাই ডেফিনেশন ভিডিওটির স্ট্রিমিংয়ের ব্যবস্থা করতে পারবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here