নিশ্ছিদ্র নিরাপত্তায় মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমার সূচনা

0
163

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Nomination paper submitted in security
সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক ড.পি উলগানাথন।নিজস্ব চিত্র

১৭তম সাধারণ লোকসভা নির্বাচন হতে চলেছে।নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী সাত দফার এই সাধারণ নির্বাচনের তৃতীয় দফার নির্বাচন ২৩ এপ্রিল।এরাজ্যে ভোট গ্রহণ হবে বালুরঘাট,মালদা উত্তর,মালদা দক্ষিণ,জঙ্গিপুর,মুর্শিদাবাদ।

Nomination paper submitted in security
স্ট্রং রুম সিল।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ড.পি উল্গানাথন আজ বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে জানান মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার সূচনা হল ২৮ মার্চ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত।সমস্ত রাজনৈতিক দল মনোনয়ন জমা করতে পারবে।জঙ্গিপুর লোকসভার সাতটি বিধানসভা নিয়ে লোকসভা কেন্দ্র জঙ্গিপুর, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী, লালগোলা, নবগ্রাম,খড়গ্রাম এবং মুর্শিদাবাদ লোকসভার সাতটি বিধানসভা নিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ভগবানগোলা,রাণীনগর, মুর্শিদাবাদ,হরিহারপাড়া, ডোমকল,জলঙ্গি,করিমপুর।

আরও পড়ুনঃ পুজো দিয়ে,ভিক্ষুকদের আর্শীবাদ নিয়ে মনোনয়নপত্র জমা অর্পিতার

Nomination paper submitted in security
নিজস্ব চিত্র
Nomination paper submitted in security
নিজস্ব চিত্র

ভারতের নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মুর্শিদাবাদ জেলাতে ও জেলা নির্বাচন অফিসারের নির্দেশে জেলার প্রশাসনিক ভবন চত্বর থেকে ১০০ মিটার পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করে ব্যারিকেড দেওয়া হয়েছে। যদি কোন রাজনৈতিক দল মনোনয়ন জমা করতে আসেন তবে প্রার্থী ব্যাতিরেকে চারজনের প্রবেশাধিকার থাকবে।নিয়ম পালনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Nomination paper submitted in security
নিজস্ব চিত্র

প্রথমে নথি যাচাই করা হবে তারপরে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে ফাইল জমা দিতে পারবে।প্রত্যেক জায়গাতে সিসিটিভি বসানো হয়েছে। ডিসিআর কাটার জন্য ব্যবস্থা করা হয়েছে।যদি কোন প্রার্থীর মনোনয়নের নথির সমস্যা হয় তাহলে অভিজ্ঞ অফিসার থাকবেন ওই কেন্দ্রে মনোনয়নপত্র জমা করতে সাহায্য করার জন্য।প্রথমে জেলা নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জানাতে হবে।

যখন থেকে ভারতের নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেছেন ওই দিন থেকে জেলা নির্বাচন আধিকারিকের নির্দেশে মুর্শিদাবাদ জেলাতে ৬৬টি স্থানে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। আর্ন্তজাতিক সীমানা,আর্ন্ত রাজ্য সীমা এবং আর্ন্তজেলা সীমাতে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে নাকা পয়েন্ট করে চেকিং করা হচ্ছে।পুলিশ টিম ভিএসটি ৬৬টি রয়েছে।

মডেল কোড অফ কন্ডাক্ট পোস্ট করার জন্য ২৯টি টিম সম্পন্ন ৫৩৮টি সেক্টর রয়েছে।মুর্শিদাবাদ জেলাতে ৭৭১টি দল সমগ্র জেলা নির্বাচন প্রক্রিয়া মনিটরিং করছে।এর মধ্যে ৭৫ লক্ষ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে,১লক্ষ টাকা মূল্যের জাল নোট এবং ৩০ হাজার লিটার মদ পুলিশ ও আবগারি দফতরের যৌথ উদ্যোগে বাজেয়াপ্ত করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here