সিপিএম এর একাধিক নেতৃত্বের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

0
82

পিয়ালী দাস,বীরভূমঃ
সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম সহ একাধিক শীর্ষ নেতৃত্বের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল বীরভূম পুলিশ।গ্রেপ্তার ২ এস.এফ.আই নেতা।

Non baileble case for cpm leaders
নিজস্ব চিত্র

বামফ্রন্টের ধর্মঘটের মিছিল থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর,সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মচারী কে হেনস্তা করার অপরাধে একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মীর নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু বীরভূম পুলিশের।ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ১৪৩,১৬৭,৩৪১,৩২৩,১৪৬,৪২৭,৫০৬
( জামিনযোগ্য) এবং ৩৩২( জামিন অযোগ্য) ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে।

প্রসঙ্গত বামফ্রন্টের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিনে বিশৃঙ্খলা তৈরি হয় বীরভূমের সিউড়িতে।মিছিল বাসস্ট্যান্ড হয়ে যাওয়ার সময় একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বনধ সমর্থকরা।এই ঘটনায় গতকালই দুই এস.এফ.আই নেতা আনাস আক্তার ও মৌনিক দাস নামে দুজনকে গ্রেপ্তার করে সিউড়ি থানাপুলিশ। তাদেরকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই জামিনে মুক্ত করেন।

অভিযুক্ত পক্ষের আইনজীবী চোখে ধরা পরে পুলিশি গাফিলতি।অভিযুক্ত পক্ষের আইনজীবী মানবেন্দ্র মুখার্জী জানান ১০ টা ৩৫ নাগাদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।যদিও এফআইআর দায়ের করা হয়েছে ১১ টা নাগাদ। এটা কিভাবে সম্ভব এটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ।

আরও পড়ুনঃ ফালাকাটা কাণ্ড প্রশমিত না হতেই আই সি-র বদলি,সব মিলিয়ে তীব্র চাপান্তর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here