ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ভীমা কোরেগাঁও মামলায় অসুস্থতার কারণে জামিন পেয়েছিলেন সমাজকর্মী ও কবি ভারভারা রাও কিন্তু তার মধ্যেই ১৬ বছরের পুরনো মামলায় ৮১ বছর বয়স্ক এই সমাজকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মধুগিরির দায়রা আদালত। তাঁর আইনজীবী এস বালন সংবাদসংস্থাকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে নিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বালন।
২০১৮ সালের ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মী, কবি, সাহিত্যিক, অধ্যাপক-সহ সমাজের একাধিক বিশিষ্ট জনকে গ্রেফতার করা হয়। এই বিশিষ্ট জনদের অধিকাংশই বয়স্ক এবং অসুস্থ এবং তাঁদের অধিকাংশেরই একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ব্যক্তিগত উদ্যোগে ৩৭০ ধারা বাতিল করেন নরেন্দ্র মোদী, বললেন অমিত শাহ
ইতিমধ্যেই জেলের ভিতরে অসুস্থ হয়ে মারা গিয়েছেন আদিবাসী সমাজকর্মী ফাদার স্ট্যান স্বামী। ভারাভারা রাও অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। কিন্তু এখনো জেলে বন্দী রয়েছেন সোমা সেন, সুধা ভরদ্বাজ, গৌতম নওলাখার মতো অনেকেই। বিরোধীদের অভিযোগ, এঁরা সকলেই বিজেপির ধর্মীয় বিভাজন এবং দলিত ও আদিবাসী-বিরোধী রাজনীতির প্রতিবাদ করেছেন সে কারণেই তাঁদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584