নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফিকশনের শুটিং চালু হলেও শুরু হয়নি নন ফিকশনের শুটিং। ফ্লোরে এখনও ফেরেননি ‘দাদাগিরি’র সৌরভ গাঙ্গুলি, ‘দিদি নম্বর ওয়ান’-এর রচনা ব্যানার্জি, ‘সুপারস্টার পরিবার’-এর শ্রাবন্তী চ্যাটার্জি কিংবা ‘সুপার সিঙ্গার’-এর যিশু সেনগুপ্ত।
ফলে, সেগুলির মধ্যে কয়েকটির রিপিট টেলিকাস্টই চলছে ঘুরিয়ে ফিরিয়ে। বিশেষ কিছু পর্ব দিয়ে সাজানো হচ্ছে রিপিট স্লট। সূত্রের খবর অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি সময়ে ফ্লোরে ফিরতে পারেন নন ফিকশনের সঞ্চালকমণ্ডলী।
বৃহস্পতিবার নন ফিকশনের প্রযোজক, পরিচালকরা বৈঠক করেন ‘ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় ৩৫ জনের ইউনিট নিয়ে চলবে শুটিং। মেনে চলতে হবে সবরকমের সামাজিক বিধি।
আরও পড়ুনঃ ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তনে খুশি শাহরুখ তনয়া সুহানা খান
সূত্রের খবর অনুযায়ী, ফ্লোরে ফিরতে প্রস্তুত সৌরভ গাঙ্গুলি। ওদিকে ‘সুপারস্টার পরিবার’-এও চলছে ফোন ইন অডিশন। সুতরাং খুব শীঘ্রই দর্শক নিজেদের পছন্দের নন ফিকশনগুলির মজা নিতে পারবেন বলে আশা করা যায়। ‘দাদাগিরি’র সিজন শেষ হলে শুরু হতে পারে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584