‘মালদহ জেলার করোনা পজিটিভ স্যোশ্যাল মিডিয়ার রটনা মাত্র’ মন্তব্য মৌসমের

0
50

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহ জেলার ‘করোনা পজিটিভ’ স্যোশ্যাল মিডিয়ার রটনা মাত্র। বুধবার এমনই অভিযোগ তুললেন মালদহ জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। তাঁর বক্তব্য, যাদের করোনা পজিটিভ ধরা পরেছে, তারা ভিন রাজ্য থেকে আসা ব্যক্তি।

Mausam Benjir Nur | newsfront.co
নিজস্ব চিত্র

মালদহ জেলার কোন ব্যক্তির এই রোগ হয়নি। অথচ জেলা জুড়ে এমন প্যানিক তৈরি করা হয়েছে, যেন মনে হচ্ছে, মালদহ করোনা রোগের আস্তানা। বুধবার দুপুরে জেলাশাসক রাজর্ষি মিত্রর সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর।

আরও পড়ুনঃ করোনা আতঙ্ক, বন্ধ হলো দমদম নাগেরবাজারের বেসরকারি হাসপাতাল সংলগ্ন লেন

মৌসম জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয়। করোনা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদি গুজব ছড়ানো হয় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। তিনি বলেন, মালদহ জেলায় কারো করোনা রিপোর্ট পজিটিভ হয়নি। জেলাজুড়ে গুজব ছড়ানো হচ্ছে। এর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষদের কি অবস্থা এবং প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here