মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নূর

0
142

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Nur praised the Cm 3
নিজস্ব চিত্র

মালদার রূপকার তথা প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর সাথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন সদ্য তৃণমূলে আসা মৌসম বেনজির নূর।এদিন এক সাংবাদিক বৈঠক করেন মৌসম বেনজির নূর জানান,সারা জীবন মালদহের উন্নয়ন করেছেন বরকত সাহেব,ধর্ম নিরপেক্ষ ভাবনা ছিল তাঁর।দিদির মধ্যে রয়েছে সেই গুন।তাই মালদার উন্নয়ন করতে হলে এবং দিদির হাত শক্ত করতে কংগ্রেসে থেকে তা সম্ভব নয়।তাই তার এই দলবদল।আগামীতে তার মামা তথা দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং দাদা তথা সুজাপুর এর বিধায়ক ঈসা খান চৌধুরীকেও তৃণমূলের আসার আমন্ত্রণ জানান তিনি।উল্লেখ্য,এদিন দেড়টা নাগাদ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে মালদা রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে কলকাতা থেকে মালদহ এসে পৌঁছান সাংসদ মৌসম বেনজির নূর।তাকে সংবর্ধনা জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা উপস্থিত হয়েছিলেন।

Nur praised the Cm 2
নূরকে অভ্যর্থনা জানাচ্ছেন তৃণমূল নেতা সমর্থক। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোয়াজ্জেম হোসেন,কার্যকরী সভাপতি বাবলা সরকার,ইংরেজ বাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ,মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ী,তৃণমূল নেতা ইয়াসিন আলি সহ জেলা তৃণমূল নেতৃত্ব।পরে স্টেশন থেকে হুড খোলা জিপে মৌসাম নুর কে নিয়ে গোটা শহর জুড়ে র‍্যালি করেন তৃণমূল নেতৃত্ব।পরে মালদা শহরের সুকান্ত মোড় এলাকার তৃণমূলের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন মৌসম বেনজির নূর।সাংবাদিক বৈঠক করে তিনি জানান,বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গ কে টার্গেট করেছে আমি মনে করি এর বিরুদ্ধে কেউ যদি লড়তে পারেন তিনি দিদি (মমতা বন্দোপাধ্যায়)।তাই এই দলবদল।মালদার প্রচুর উন্নয়ন করেছেন দিদি।মালদার মানুষ শান্তিপ্রিয়।দিদির নেতৃত্বে মালদা এগিয়ে যাচ্ছে।দিদি নেতৃত্বে মালদার সেই উন্নয়ন কে অব্যাহত রাখতে কংগ্রেসে থেকে তার সম্ভব হতো না।তাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন তিনি।

আরও পড়ুনঃ দুই মন্ত্রীর প্রতিশ্রুতিতে জেলায় বাড়ছে প্রত্যাশা

তাকে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনে।তার প্রতিপক্ষ দাদা ইসা খান চৌধুরী।দাদা ইসা খান চৌধুরী এবং মামা তথা দক্ষিন মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসান চৌধুরীকে তৃণমূলে আসার জন্য আমন্ত্রণ জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here