নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
উত্তরোত্তর বাড়তে থাকা করোনা সংক্রমণে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সে নিয়ে সরকারি সিদ্ধান্ত এখনো জানা যায়নি। একাধিক বোর্ড পরীক্ষা বাতিল করেছে কিন্তু রাজ্য সরকার পরীক্ষা বাতিলের কোন সিদ্ধান্ত জানায়নি।
এমতাবস্থায় পরীক্ষার প্রস্তুতি সেরে রাখছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এমনিতেই মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় প্রস্তুতি অনেক আগে থেকেই নিতে হয়, তার ওপর এবারে রয়েছে করোনার কাঁটা। তাই পরীক্ষার ক্ষেত্রেও নিতে হবে বাড়তি সতর্কতা।
সরকারের অনুমোদন থাকলে পরীক্ষা হতে পারে ১ জুন থেকে ১০ জুনের মধ্যে। সম্পূর্ন করোনা বিধি মেনেই নিতে হবে পরীক্ষা। পরীক্ষার্থী, পরীক্ষক, সকলের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব মেনে চলতে হবেই। শারীরিক দূরত্ব বজায় রাখার কারণে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ৫০% বাড়ানো হবে। মত পরীক্ষাকেন্দ্র হবে ৪,২০০ টি। একেকটি কেন্দ্রে ২০০থেকে ২৫০ জনের পরীক্ষা নেওয়া হবে। এবার ঘরের মাপের ওপর নির্ভর করবে একেকটি ঘরে কতজন পরীক্ষার্থীকে বসানো হবে। সূত্র মারফত জানা গেছে ইতিমধ্যেই বিভিন্ন জেলার ডিআইরা বিদ্যালয় গুলোর কাছে করোনা বিধি ও সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো রয়েছে কিনা জানতে চেয়েছে। জানতে চেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে ১০ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো।
এছাড়াও শিক্ষকদের গ্লাভস পরা বাধ্যতামূলক করা হচ্ছে।
পরীক্ষাকেন্দ্র বাড়লে পরীক্ষক, পর্যবেক্ষক স্বাভাবিক ভাবেই বাড়বে। সেকারণে এখন থেকেই শিক্ষকদের তালিকা তৈরি করতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সবমিলিয়ে মধ্যশিক্ষা পর্ষদে চূড়ান্ত ব্যস্ততা মাধ্যমিক পরীক্ষা ঘিরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584