বিদ্যুৎ বিল নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সতর্কবার্তা

0
68

মনিরুল হক,কোচবিহারঃ

বিদ্যুৎ বিল বয়কটের আন্দোলন নিয়ে কার্যত নাম না করে গ্রেটার সমর্থকদের সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।বুধবার কোচবিহার শহরের নতুন পল্লি এলাকার বাড়িতে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন,“যারা কিছু লোকের উসকানিতে বিদ্যুতের বিল দেওয়া বন্ধ করে দিয়েছে।তাঁরা যদি বিল না দেন।তাহলে খুব শীঘ্র লাইন কেটে দেওয়া হবে।এরপরে কেউ যদি হুক করে,বা বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ নেয়।

নিজস্ব চিত্র

তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আর কেউ যদি নতুন করে সংযোগ নিতে চায় তাঁকে পুরানো সমস্ত বকেয়া বিল মেটাতে হবে।”বর্তমানে রাজ্য সরকারের সঙ্গে থাকা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মণ কোচবিহার জুড়ে বিদ্যুৎ বিল বয়কটের ডাক দিয়েছেন।তাঁদের বহু সমর্থক মাসের পর মাস ধরে বিদ্যুৎ বিল দিচ্ছেন না।সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকা বকেয়া পড়ে গিয়েছে।শুধু তাই নয়,বিল না দেওয়ার জন্য বিদ্যুৎ বণ্টন দফতরের আধিকারিক ও কর্মীরা সংযোগ বিছিন্ন করতে গিয়ে কোথাও কোথাও চরম বাধার মুখেও পড়ছেন।

নিজস্ব চিত্র

গ্রেটার নেতা বংশীবদন বর্মণকে রাজ্য সরকার রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও রাজবংশী ভাষা একাডেমীর ভাইস চেয়ারম্যান পদে বসিয়েছেন। সরকারি পদে থেকে আলোচনার মাধ্যমে সমস্যা না মিটিয়ে মাসের পর মাস ধরে বিদ্যুৎ বিল বয়কট করে আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।আর সেই কারণেই সরাসরি নাম না করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ওই বার্তা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ধনের অধিষ্ঠাত্রী দেবীর পূজা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here