গ্রামস্তরে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে উত্তরবঙ্গ পর্যবেক্ষণ

0
168

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

উত্তরবঙ্গের বর্তমান অবস্থার উপর পর্যবেক্ষণ করে ফিরলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

North Bengal Observations aimed at stabilizing rural areas
নিজস্ব চিত্র

সম্প্রতি উত্তরবঙ্গে অবস্থিত লাভা হ্যামলেট,লোলেগাঁও, হেরিটেজ সাইট ও দার্জিলিং এর বর্তমান অবস্থার উপর হাতে কলমে পর্যবেক্ষণ করে আসলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডঃতাপস পাল ও সঞ্জীব কুমার সহ পঞ্চাশ জন শিক্ষার্থী,গবেষক ও অতিথি শিক্ষার্থীরা।

এই গবেষণার বিষয়বস্তু ছিল গ্রাম স্তরে স্থিতিশীল উন্নয়ন, ট্যুরিজম,জল সংরক্ষণ সমাজ ও সংস্কৃতির উন্নয়ন,গ্লাস হাটস (বাড়ি) ও সবুজায়ন,ধনশিক্ষা ও পরিবেশ রক্ষা।

North Bengal Observations aimed at stabilizing rural areas
নিজস্ব চিত্র

সফরের মুখ্য কর্ণধর ডঃ তাপস পাল বলেন রবীন্দ্রনাথের হাতে কলমের শিক্ষাকে রাষ্ট্রপুঞ্জের ২০৩০ এজেন্ডার সাথে যুক্ত করে দার্জিলিং হিমালয়ের গ্রাম ও শহরগুলি কি অবস্থায় রয়েছে সে ব্যাপারে গবেষণা করতে এবং করাতে শিক্ষার্থীদের তিনি সর্বদাই উৎসাহিত করেন।বিশ্বায়নের যুগে হামলেট হ্যামলেট বলতে কী বোঝায় বিএসসি চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের প্রত্যক্ষভাবে শিক্ষা দিতে তার এই পদক্ষেপ।এজন্য সেন্ট যোসেফ কলেজের প্রিন্সিপাল ফাদার ডঃ ডনেটাস কুজুর ও ভূগোল বিভাগের প্রধান ডঃ প্রিভাত রাই ,তাপস বাবু ও সঞ্জীববাবুর উপস্থিতিতে একটি প্যানেল আলোচনার ব্যবস্থা করেন ও আলোচনা সভার নাম দেওয়া হয় – ‘অস্থিতিশীল পর্বত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’ এই আলোচনা সভায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দীপক বর্মন অতিথি শিক্ষকের মধ্যে জয়জিৎ দেবনাথ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ নতুন গবেষণার পথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

সেন্ট যোসেফ কলেজের ডক্টর রাই বলেন পর্বত ও পরিবেশ নিয়ে তাপসবাবু ও সঞ্জীববাবু নতুন পথ দেখিয়ে গেলেন তার দ্বারা পর্বতবাসী হিসেবে আমরা কৃতজ্ঞ। তাপসবাবুর নিউ উন্নয়ন, স্থিতিশীল দর্শন ও পর্বত বাঁচাও মতাদর্শের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত দার্জিলিং গর্ভমেন্ট কলেজের ভূগোল বিভাগীয় প্রধান ডঃ শেরপা ভুটিয়া।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ন্যাকের ভিজিট হওয়ার আগে বিভিন্ন বাইরের কলেজের সাথে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের যৌথ কাজ নিশ্চয়ই ভালো ফলাফল এনে দেবে এই আশার কথাই তাপসবাবু বলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here