তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
হিমাচল প্রদেশের ১৭,৬৫৭ ফুট উচ্চতার পিনপার্বতী পাস শৃঙ্গ জয় করে উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ হিমালযান মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের অভিযাত্রী দল বৃহস্পতিবার ঘরে ফিরে এলো।পর্বত অভিযাত্রী দলের অভিজ্ঞ দলনেতা তাপস জোয়াদ্দার শনিবার তাদের পর্বত অভিযানের অভিজ্ঞতার কথা বর্ননা করতে গিয়ে বলেন যে এ এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে এলাম।ভাবতে পারিনি ঘরের ছেলেরা সুস্থ ভাবে ঘরে ফিরতে পারবো কিনা।গত ২০ আগস্ট আমরা আমাদের লক্ষ্যে হাঁটতে শুরু করে একনাগাড়ে পাঁচ দিন হেঁটে পিন পার্বতী পাস অতিক্রম করে ১৭,৬৫৭ ফুট উচ্চতায় গিয়ে পৌঁছালে পর্বত জয়ের আনন্দে আত্মহারা হয়ে যায় দলের সদস্যরা।সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে আসি।আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকার ফলেই এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি।
আমাদের দলের অপর সদস্যরা হলেন সান্তনু দেবগুপ্ত,নারায়ন আগরওয়াল,নারায়ন সাহা,পার্থ প্রতিম রায়,গৌরশঙ্কর মিত্র,দেবাশিস পাল,পকন সাহা,কৌশিক বিশ্বাস ও বিকাশ দাস।রায়গঞ্জের হিমালযান মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স এসো সিয়েশনের সম্পাদক উৎপল মন্ডল বলেন আগামীতে আমরা আরো বড় ধরনের অভিযানে যাবো এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।
আরও পড়ুনঃ কেকের সাথে লেপ্টে মৃত বিছে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584