প্রধানমন্ত্রীর নির্দেশ মানাতে বিজেপির ‘অভিনব’ প্রচার রায়গঞ্জে

0
24

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা ভাইরাস সংক্রমন রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমর্থনে সাধারন মানুষকে পাশে পেতে চাইছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। করোনা ভাইরাস যেদিন থেকে দেশে সংক্রমিত হওয়া শুরু করেছে, তখন থেকে একটাই কথা বলে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

road | newsfront.co
অভিনব প্রচার রায়গঞ্জে। নিজস্ব চিত্র

সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি, প্রথমে জনতা কার্ফু, পরে দেশ জুড়ে লকডাউন ঘোষনা করেছেন তিনি। পরে সেই লকডাউনের মেয়াদ প্রয়োজনের কারনে ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন তিনি। কিন্তু জেলা শহর গুলিতে সামাজিক দূরত্ব মানা বা মাস্কের যথার্থ ব্যবহার হচ্ছে না বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ  ডোমকলে সাংসদের উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ পঞ্চায়েত প্রধানের

তাই পুলিশ প্রশাসন এই লকডাউনকে মান্য করতে কোথাও লাঠিপেটা, আবার কোথাও কান ধরে উঠবোস করিয়েও কিছু মানুষকে বাগে আনতে পারছেন না। তাই আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে প্রতীকী ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষকে বেঁধে ঘুরে বেরোলেন স্বয়ং “যমরাজ বহুরূপী”।

যদিও এবিষয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ” করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে সরকার । কিন্তু অনেকে সে নিয়ম মানছেন না। আমরা তাই বহুরূপী নামিয়ে শহরে প্রচার চালাচ্ছি। আমরা বলতে চাইছি, যম মানেই মৃত্যু । জীবনে বেঁচে থাকতে গেলে ঘরে থাকুন, বাইরে বেরোলেই মৃত্যু ।”তবে বিজেপির এই অভিনব প্রচার ভালো সাড়া ফেলেছে শহরে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here