তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শিশুশিক্ষা কেন্দ্রে, মাদ্রাসা ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমুহের ছাত্রছাত্রীদের ২৭ তম দুইদিন ব্যাপী জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।এদিন ইটাহার হাই স্কুল ফুটবল মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের খেলার শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর মন্ত্রী গোলাম রব্বানী।
এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা সভাপতি
অমল আচার্য্য,জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা সভাধিপতি কবিতা বর্মণ,জেলাপরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন,জেলা পূর্ত কর্মাধ্যক্ষ পূজা আচার্য্য,জেলা পরিষদ
সদস্য বিউটি বেগম,পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান ইনচার্জ সুজিত কুমার মাইতি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি-সহ জেলার নানান স্কুলের শিক্ষক শিক্ষিকারা।এদিন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী প্রথমে পতাকা উত্তোলন করেন।এরপর জেলার নানান সার্কেলের স্কুলের শিক্ষকরা নিজেদের স্কুলের পতাকা উত্তোলন করেন।জেলা সভাপতি অমল আচার্য্যের সঙ্গে মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন।এরপর সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের নিজের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে দৌড় লংজাম্প হাইজাম্প লৌহ গোলক নিক্ষেপ সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণে নিয়ে যায়।খেলা শেষে কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।এই বিষয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী জানান, “জেলার বার্ষিক খেলা প্রথমিক,এস এস কে, মাদ্রাসা সহ অন্যান্য স্কুল নিয়ে ইটাহারে এই বছর অমল বাবু অভিভাবকের মত চালিয়ে যাচ্ছেন।খুব ভালো হয়েছে খেলার আয়োজন।এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে।”
আরও পড়ুনঃ একজন মুসলিম যদি গোহত্যা করে, সেটা কি অপরাধ? পরীক্ষায় প্রশ্ন নিয়ে বিতর্ক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584