প্রয়াত উত্তর দিনাজপুর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি দীনদয়াল কল্যাণী

0
310

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ

দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রসিদ্ধ ব্যবসায়ী তথা রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর এবং প্রাক্তন পুরপতি দীনদয়াল কল্যাণী। শহরের একটি বেসরকারি নার্সিংহোমে এদিন রাতে তিনি পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রায়গঞ্জের সব মহলে।

Deendayal Kalyani | newsfront.co
দীনদয়াল কল্যানী। ফাইল চিত্র

শোকাহত রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলররা৷ রাজনৈতিক মহলের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুরের সাংবাদিক ও ব্যবসায়ী মহলেও। দীনদয়ালবাবু একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। সেই সূত্রে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতিও হয়েছিলেন।

উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র শোকবার্তায় জানান, উত্তর দিনাজপুর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি দীনদয়াল কল্যাণী হৃদরোগে এবং যকৃত রোগে আক্রান্ত হয়ে এদিন পরলোক গমন করেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here