অনূর্ধ্ব ১৯ জি-বাংলা ফুটবল লিগে উত্তর দিনাজপুর

0
218

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

north dinajpur in the football league
নিজস্ব চিত্র

অনূর্ধ্ব১৯ জি-বাংলা ফুটবল লিগে উত্তর দিনাজপুর জেলা অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী ৩০ শে মে।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানালেন, শনিবার কলকাতা জি -বাংলা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফুটবলের ক্ষেত্রে প্রতিভা অন্বেষণে ২৩টি জেলার মধ্যে ১৬টি জেলাকে বেছে নিয়েছে।

north dinajpur in the football league
নিজস্ব চিত্র

সাথে কলকাতার ইস্টবেঙ্গল,মোহনবাগান সহ ৪টি দলকে নিয়ে মোট ২০টি দল নিয়ে জি বাংলা ফুটবল লীগ খেলা শুরু হতে যাচ্ছে।আগামী ২৬শে মে খেলার উদ্বোধন হবে।উত্তর দিনাজপুর জেলার ২৪ জনের একটি দল রায়গঞ্জ থেকে আগামী ৩০ শে মে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফুটবলের সাজে সেজে উঠতে চলেছে তিলোত্তমা

গত ৮ই মে উত্তর দিনাজপুর জেলার দল নির্বাচনের কাজ সম্পুর্ন হয়েছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস।

তিনি আরও জানান,জি-বাংলার অনূর্ধ্ব ১৯ ফুটবল লীগ খেলায় উত্তর দিনাজপুর “ডি”গ্রুপে আগামী ৩১শে মে প্রথম খেলাটি খেলবে নদীয়া জেলার বিরুদ্ধে।”ডি”গ্রুপের মধ্যে থাকছে মোহন বাগান,হাওড়া, নদীয়া এবং উত্তর দিনাজপুর জেলা।

উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন, “আমাদের গর্ব হচ্ছে জি-বাংলা ফুটবল লিগে আমাদের উত্তর দিনাজপুর জেলা ভারত বিখ্যাত মোহনবাগান দলের প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সাথে মাঠে খেলার সুযোগ পাবে।খেলায় হার জিৎ আছেই। আমাদের জেলার দল বিখ্যাত দলের সাথে খেলবে এটাই বড় কথা।

তাছাড়া আমাদের উত্তর দিনাজপুর জেলার ছেলেরা এই খেলার মাধ্যমে খেলোয়াড় হিসেবে আলাদা শক্তি যোগাবে বলেই দৃঢ় বিশ্বাস।আমাদের উত্তর দিনাজপুর জেলার খেলোয়াড়রা তাই প্রতিদিন মাঠে নেমে অনুশীলন করছে যাতে উত্তর দিনাজপুর জেলা একটা বড়সড় সাফল্যের জায়গায় পৌঁছাতে পারে।”
জি বাংলার ফুটবল লীগের সমস্ত খেলাগুলি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মাঠে এমনটাই জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here