নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের সঙ্কটের মধ্যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় সামাজিক কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা। পুলিশ জেলার পাঁচটি মোট ১০ টি থানা এলাকাতে অসহায় ও দুঃস্থ মানুষদের মধ্যে যাতে খাদ্য সংকট তৈরি না হয় সে কথাকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই ধারাবাহিকভাবে চলছে তাদের খাদ্যদ্রব্য বণ্টন কর্মসূচি।
যেকোন জায়গা থেকে কেউ খাবারের জন্য কষ্টে রয়েছেন, এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকর্মীরা তাদের বাড়িতে পৌঁছে খাবার সরবরাহ করছেন। বৃহস্পতিবার চাকুলিয়া থানা এলাকাতে ছিল এমনই আয়োজন।
আরও পড়ুনঃ ফিরবে ভিনরাজ্যের শ্রমিকরা, স্টেশন স্যানিটাইজের কাজ শুরু মালদহে
সেখানে পুলিশকর্মীরা প্রচুর দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য তুলে দেন। জেলার পুলিশকর্তারা জানিয়েছেন, প্রত্যেকটি থানা এলাকায় তাদের এই ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি যখন যেখান থেকে খবর পাচ্ছেন তখন তারা সেসব জায়গাতে খাবার পৌঁছে দিচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584