নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাসের সংক্রমন রোধে যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধে শামিল হয়েছেন, সেই সব যোদ্ধাদের সম্মান জানাল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। সোমবার সকালে রায়গঞ্জ পুরসভার ক্যাম্পাসে সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের হাতে পুষ্পস্তবক দিয়ে তাদের কুর্নিশ জানানো হয়।
করোনা যুদ্ধে রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মী থেকে শুরু করে পুরসভার অন্যান্য কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। এই যুদ্ধে উত্তর দিনাজপুর জেলাকে করোনার হাত থেকে রক্ষা করতে তারা দিন-রাত কাজ করে চলেছেন। পুলিশ প্রশাসনের তরফে তাঁদের সম্মান জানানো হয়।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতির পরিকাঠামো দেখতে পাঁশকুড়া করোনা হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় দল
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তারা ছাড়াও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ আরও অনেকে। পুলিশ সুপার সুমিত কুমার জানান, পুলিশের তরফে সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী যাঁরা নিজেদের পরিবারকে ঝুঁকিতে রেখে করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাঁদের সম্মান জানানো হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584