নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক শাসক ও বিরোধী দলগুলি।
রবিবার ফালাকাটার জটেশ্বরে বিজেপির এক কর্মী সভায় যোগ দিতে এসে আলিপুরদুয়ারের জেলা পুলিশের কর্তাদের বিরুদ্ধে তাঁদের দলীয় বিধায়ক ও নেতা কর্মীদের কথায় কথায় হুমকি দেওয়ার অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
ওই অভিযোগকে ঘিরে পাল্টা হুমকি দিয়েছেন সায়ন্তন। তিনি দাবি করেন যে, ওই পুলিশ আধিকারিকদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে বিজেপি ৷ তিনি বলেন,” কি করে সরকারি চাকরি করে,আমরা দেখে নেব” ৷
আরও পড়ুনঃ ফি মকুবের দাবিতে শিলদা কলেজের সামনে আন্দোলন টিএমসিপি’র
এদিন সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গে বিজেপি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন সায়ন্তন। উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি রাম বিলাস গোয়েল, বিজেপির মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা সহ অন্যান্য নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584