সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
একদিকে লকডাউন অন্যদিকে আমপান বিভ্রান্ত করে তুলেছে সাধারণ মানুষকে। বিশেষ করে সাগর বিধানসভার সাগরদ্বীপে। মুড়িগঙ্গার যাত্রী পারাপার নিয়ে সমস্যা চলছেই। তার উপর চরেছে অতিরিক্ত পরিমাণে যাত্রী পারাপার। সাগরদ্বীপে যাবার দুটি পথ। মুড়িগঙ্গা নদীর একদিকে লট নং আট অন্যদিকে কচুবেড়িয়া।
অন্যদিকে নামখানা থেকে বেনুবন। লকডাউনে সব বন্ধ। ঝড়ের পর ভেঙেছে কচুবেড়িয়া ঘাট। প্রশাসনের সহযোগে এলটিসি ঘাট দিয়ে চলছে একটি ট্রলার। তাও একঘন্টা অন্তর। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মুড়ি গঙ্গানদীতে চলছে যাত্রীবাহি ট্রলার। মাথা পিছু ভাড়া পঞ্চাশ টাকা। বাইক স্কুটির ভাড়া ৩০০ টাকা। তার উপর দিতে হবে লেবারদের জন্য অতিরিক্ত ভাড়া।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে নিসর্গ, মহারাষ্ট্রের উপকূলবর্তী সাতটি জেলায় রেড অ্যালার্ট জারি মৌসম ভবনের
সবজি বা অন্যান্য সরঞ্জাম আনলে তাও অতিরিক্ত ভাড়া বহন করতে হচ্ছে অনেককে। অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করা হচ্ছে মুড়িগঙ্গা নদীতে। পরিসেবার এমন হালে সমস্যায় পরেছেন পরিযায়ী শ্রমিক থেকে নিত্য যাত্রীরা। কচুবেড়িয়া থেকে লট নং আট, ঘাটে ভেসেল পরিসেবা বন্ধ। সমস্যায় পরেছেন সাধারণ মানুষ।
লেবার সংগঠন ইউনিয়নের দাবি লকডাউনের পর থেকে তাদের হাতে পয়সা নেই। অথচ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্বি যাচ্ছে যাত্রীবাহি ট্রলার। তা আবার অতিরিক্ত ভাড়া নিয়ে। বিষয়টির কথা স্বীকার করেছেন সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584