কংগ্রেস সঙ্গ ত্যাগ, যাচ্ছেন না বিজেপিতেও, সাফ জানালেন পাঞ্জাবের অমরিন্দর

0
63

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

কংগ্রেসের সঙ্গে আর থাকছেন না পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তবে তিনি যে বিজেপিতেও যাচ্ছেন না, একথা সাফ জানিয়ে দিলেন খোদ অমরিন্দর সিং। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় জল্পনা।

Amarinder Singh
অমরিন্দর সিং

গুঞ্জন রটে যে, তিনি নাকি বিজেপি-তে যোগ দিতে চলেছেন। তবে আজ বৃহস্পতিবার যাবতীয় জল্পনা উড়িয়ে এদিন তিনি সাফ জানিয়ে দিলেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। এদিন জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমরিন্দর সিং বলেন, “আমি এখনও অবধি কংগ্রেসেই রয়েছি, তবে ভবিষ্যতে আর কংগ্রেসে থাকব না। আমার সঙ্গে সেই ব্যবহার করা হয়নি। আমি ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছি।”

আরও পড়ুনঃ ভবানীপুরে ভুয়ো ভোটার ঘিরে উত্তেজনা, বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর অবস্থান ঘিরে। এরপর অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়। তবে সব জল্পনা উড়িয়ে অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক শেষে অমরিন্দর টুইট করে জানিয়েছেন যে তিনি কৃষক সমস্যা নিয়ে আলোচনা করেছেন। যদিও তারপরেও তাঁর বিজেপি যোগের জল্পনার অবসান হয়নি।

আরও পড়ুনঃ ফের কংগ্রেসে মাথা চাড়া দিল সাংগঠনিক সংস্কারের দাবি, সোনিয়াকে চিঠি আজাদের

কিন্তু এবার সেই জল্পনার অবসান ঘটালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অমরিন্দর সিং সাফ জানিয়ে দিলেন, “আমি কংগ্রেসের সঙ্গ ত্যাগ করবো, কিন্তু বিজেপিতেও আমি যোগ দিচ্ছি না। আর আমি এখনও কংগ্রেস থেকে ইস্তফা দিইনি, কিন্তু শীঘ্রই ইস্তফা দেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here