কুষ্ঠি নয় রক্ত পরীক্ষা করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রচার ঠ্যালা চালক শ‍্যামাপ্রসাদের

0
197

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

‘বিয়ের পূর্বে কুষ্ঠি বিচার না করে রক্ত পরীক্ষা করে তবেই ছেলেমেয়ের বিয়ে ঠিক করুন। যেকোনো সরকারি জেলা হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হয়।’

ওপরের কথা গুলো শুনে যে কেউ ভাবতেই পারেন, এটা হয়তো সরকারি কোনো প্রচার। না, এটা কোনো সরকারি প্রচার নয়। সর্বস্তরের মানুষ যখন শারদোৎসবে মাতোয়ারা ঠিক সেই সময় কামাখ্যাগুড়ি এলাকার মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ালেন ঠেলা চালক শ্যামাপ্রসাদ দত্ত রায়।

থ্যালাসেমিয়া প্রতিরোধে রক্ত পরীক্ষার প্রচার শ্যামাপ্রসাদের। নিজস্ব চিত্র

থ্যালাসেমিয়া রোগ কীভাবে হয়, এর প্রতিরোধ কীভাবে সম্ভব – এসব বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে পুজোর কয়েকদিন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়েছেন তিনি।

সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন লিফলেটও। মঙ্গলবার কামাখ্যাগুড়ি হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত বিজয়া দশমীর মেলাতেও দেখা গেল থ্যালাসেমিয়া সম্পর্কে প্রচারে ব্যস্ত রয়েছেন শ্যামাপ্রসাদ দত্তরায়। মেলায় আগত সাধরণ মানুষের মধ্যে লিফলেট বিলির পাশাপাশি মাইকের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করলেন তিনি। পড়াশোনায় প্রাথমিক স্কুলের গণ্ডিই পার করেননি।

আরও পড়ুনঃ মোদির অনুষ্ঠান সম্প্রচার না করায় বরখাস্ত দুরদর্শনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

ঠেলা চালিয়ে বহু কষ্টে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই আর্থাভাব কোনোভাবেই তার সমাজসেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সমাজসেবাই যেন নেশা হয়ে দাঁড়িয়েছে কামাখ্যাগুড়ির ঠেলা চালক শ্যামাপ্রসাদ দত্তরায়ের। তিনি জানান, ‘বিয়ের আগে মানুষ সাধারণত কুষ্ঠি বিচার করে।

কিন্তু কুষ্ঠি বিচার না করে পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা করানোটা বেশী জরুরি। এতে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। বাবা-মা যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তবে সন্তানের ৭০ শতাংশ সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া হওয়ার। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই ২০১৮ সাল থেকে প্রচার চালিয়ে যাচ্ছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here