মমতা ব্যানার্জির উৎসাহিত হওয়ার কারণ নেই, শিলিগুড়ি পৌঁছে কটাক্ষ দিলীপের

0
139

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

বুধবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমার মনে হয় দিল্লির কার্যকর্তাদের আরও বেশি করে কাজ করতে হতো।

Dilip Ghosh | newsfront.co
দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

এরপর তিনি আরও বলেন যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এরপর পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচন হয়েছিল। তার প্রভাব দেখাই গিয়েছে। সেখানে হেরেছিলাম কিন্তু পশ্চিমবঙ্গে আমরা জিতেছি। সেই জন্য মমতা ব্যানার্জির উৎসাহিত হওয়ার কারণ নেই।

Bagdogra | newsfront.co
বাগডোগরায় দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

মমতাকে উদ্দেশ্য করে দিলীপ এদিন আরও বলেন, ‘উনি তো বলেনই পশ্চিমবঙ্গের রাজনীতি আলাদা। তাহলে তিনি কেন দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করছেন।

আরও পড়ুনঃ দিল্লিতে আম আদমি পার্টির জয়, মেদিনীপুরে তৃণমূলের বিজয় মিছিল

সম্প্রতি পশ্চিমবঙ্গে ৭৫ ইউনিট বিদ্যুতের বিল ফ্রি করেছে রাজ্য সরকার। সেই বিষয়ে দিলীপ বলেন যে ফ্রি করতে হলে ৭৫ ইউনিট কেন ১৭৫ ইউনিট ফ্রি করা উচিত ছিল। বিদ্যুত অনেক আছে, কলকারখানা বন্ধ আছে।

তাই পুরোটাই দেওয়া উচিত। কিন্তু এতে কিছু হবে না। ইউপিতে বাইক, কম্পিউটার, ল্যাপটপ অনেক কিছুই দিয়েছিল অখিলেশ যাদব। কোথায় আছে এখন সে। তাই এইসব বন্ধ হোক আর বিকাশের রাজনীতি হোক যেটা বিজেপি করে।

পাশাপাশি তিনি আরও বলেন যে সমস্ত পৌরসভা নিয়েই ভাবা হচ্ছে। শিলিগুড়ি পৌরসভা নির্বাচন নিয়ে এক বছর ধরে প্ল্যানিং হচ্ছে। অপরদিকে গতকাল মাথাভাঙার ঘটনা নিয়ে বলেন যে বিজেপি ছাড়া সব দলকে সভা করার অনুমতি দেয় প্রশাসন।

কারণ বিজেপিকে আটকানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই অনৈতিকভাবে অগণতান্ত্রিক ভাবে বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে।এরপর তিনি সোজা সড়কপথ দিয়ে চলে যান জলপাইগুড়ির উদ্দেশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here