নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ওপেনে রাগের মাথায় ভুল করে লাইন অফিসিয়ালকে মেরে বহিষ্কৃত হয়েছিলেন। এবার ফের বিতর্কে জড়ালেন নোভাক জোকোভিচ।
ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ডমিনিক কোয়েফারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন জোকার। ২–১ ৪–৬, ৬–৩। কিন্তু ম্যাচ জিতলেও কোর্টের ভিতর নিজের রাগ প্রকাশ করে বিতর্কে জড়ান।
দ্বিতীয় সেটে এক জায়গায় নিজের খেলায় সন্তুষ্ট না হওয়ায় কোর্টেই নিজের টেনিস র্যাকেটটি মাটিতে মেরে ভেঙে ফেলেন।
আরও পড়ুনঃ চোটের জন্য ফরাসি ওপেনে নেই ওসাকা
এরপরই তাঁকে সতর্ক করেন চেয়ার আম্পায়ার, ম্যাচ শেষে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘‘ভুল হয়েছে, আগেও ভেঙেছি, ভবিষ্যতেও হয়তো ভাঙব। কিন্তু আমি এটা করতে চাই না, হয়ে যায়। আমি এভাবেই নিজের রাগ কমাতে পারি। কখনও ইচ্ছে করলেও জিনিসটা আটকাতে পারি না। তরুণদের উদেশ্যে বলবো ম্যাচে রাগ কমানোর প্রক্রিয়া রপ্ত করা উচিত।‘‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584