স্বস্তি! ইউএস ওপেনে দেখা যাবে জোকোভিচকে

0
37

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

সুখবর টেনিস প্রেমীদের জন্য। করোনা আতঙ্কে রাফায়েল নাদাল, স্ট্যান ওয়ারিঙ্কা, অ্যাশলে বার্টির মতো টেনিস তারকারা নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউএস ওপেন থেকে, ফলে বর্ণহীন হয়ে পড়ছিল ২০২০ ইউএস ওপেন।

Novak Djokovic | newsfront.co
ফাইল চিত্র

এই অবস্থাতে নোভাক জকোভিচের মতো তারকার না থাকাটা আরও বড় বিপদ হতো উদ্যোক্তাদের কাছে। তবে ইউএস ওপেনে থাকছেন জোকার। এদিন সার্বিয়ান তারকা জানালেন সেই কথা। ৩১ আগস্ট থেকে শুরু ইউএস ওপেন।

আরও পড়ুনঃ মেসি-রোনাল্ডোর একসঙ্গে বার্সাতে খেলার সম্ভাবনা

শুধু ইউএস ওপেন নয়, জকোভিচ অংশ নিচ্ছেন ২২-২৮ অগস্ট ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনেও। তিনি জানান, ‘সহজ ছিল না এমন কঠিন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া। তবে মাঠের প্রতি ভালোবাসাই আমাকে টেনে আনল। সমস্ত নিয়ম মেনেই খেলতে নামবো। আমি এই দুটো টুর্নামেন্টে নামার জন্য মুখিয়ে রয়েছি।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here