নিজস্ব সংবাদদাতা, কলকাতা
আবারও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ঘোষাণা হলেও মুর্শিদাবাদ জেলা থেকে গেল সেই বঞ্চনার অন্ধকারে।
2008 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুর্শিদাবাদের কলেজ গুলিকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সময় থেকেই মুর্শিদাবাদবাসী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবী করে আসছে।কিন্তু মুর্শিদাবাদবাসীর সে দাবী দাবীই থেকে গেছে।
সে দীর্ঘ সময়ে ভাগরথী নদী দিয়ে বয়ে গেছে অনেক জল।এসেছে পরির্বতনের জামানা। পরির্তনের আগেও যা ছিল পরির্তনের পরেও সেই দাবী উপেক্ষিতই থেকে গেছে। অন্য অনেক জেলা নতুন বিশ্ববিদ্যালয় পেলেও এ জেলার ছাত্র ছাত্রীরা আজও উচ্চ শিক্ষার জন্য অন্য জেলায় দৌড়াতে হয়।
এই ন্যায় সঙ্গত দাবী আদায়ে মুর্শিদাবাদ জেলার মানুষ সেমিনার থেকে শুরু করে রাজপথে মিছিল হয়েছে গত তারিখে কলেজ ছাত্র ধর্মঘটের ডাক দেয় এস আই ও। এবার সেই সংগঠনের উদ্যোগেই ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী হিসাবেই বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে আগামীকাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584