দেড় বছরের জীবন্ত দুর্গা এখন ভাইরাল

0
771

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ছবিঃ সত্যকী দাস মহাপাত্র

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর সেই উৎসবই হাতেগোনা কয়েকদিন বাকি।আর দুর্গোৎসবে মাকে যেমন ভাবে পূজা-অর্চনার মধ্য দিয়ে বাঙালিরা পালন করে ঠিক তেমনি মায়ের পুজোর মধ্যে অংশ নেয়।এবার সেই ছোট্ট দুর্গা চোখে পড়ল মেদিনীপুর শহরে।

দুর্গা পুজোয় কুমারী পুজোর রীতি রয়েছে৷আর সেই রীতিকে মাথায় রেখেই পুজোর আগে সাজানো হল ছোট্ট এই মেয়েটিকে৷এখনও শিখছে হাঁটা,খানিক এগোলে পা টলে৷এই দুগ্গা মা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷নাম অবন্তিকা মুখার্জি৷বয়স দেড় বছর৷

viral durga | newsfront.co
ছবিঃ সত্যকী দাস মহাপাত্র
viral durga | newsfront.co
ছোট্ট দুগ্গা।ছবিঃ সত্যকী দাস মহাপাত্র

বাবা-মা আদর করে ডাকে সোহাগী!বাড়ি মেদিনীপুর শহরে৷সেই সোহাগী এখন সকলের চোখের মণি হয়ে উঠেছে৷মাত্র কয়েক দিনে ফেসবুকে তার বন্ধু সংখ্যা ১.৮ মিলিয়ান ছাড়িয়েছে৷সোহাগীর বাবা সম্বিত মুখার্জি, পেশায় ব্যবসায়ী৷মা সুস্মিতা মুখার্জি৷তাদের সন্তান সোহাগী এখন রীতিমত সেলিব্রিটি৷দুর্গা মানে কাশফুল,ধানের গন্ধ তো সকলের জানা৷

আরও পড়ুনঃ ঐতিহ্যে আজও ভাস্মর বাহিনের রাজবাড়ীর পুজো 

viral durga | newsfront.co
টলোমলো পায়ে হাঁটছে সোহাগী।ছোট্ট দুগ্গা।ছবিঃ সত্যকী দাস মহাপাত্র

কিন্তু সেরেল্যাক খেতে খেতে যে দুর্গা অবতারে সামনে আসা যায়।তা সোহাগীর একের পর এক ছবি তারই সাক্ষী৷তাকে এভাবে কল্পনা করেছিলেন সত্যকি দাস মহাপাত্র৷ফেসবুকে ছবিওয়ালা নামে তার পেজ রয়েছে৷সেই ছবিওয়ালার দৌলতে অবন্তিকার খোঁজ করছেন সকলে৷তাকে দুর্গা সাজিয়েছেন মেকআপ আর্টিস্ট মুনমুন মল্লিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here