জৈদুল সেখ,বহরামপুর, মুর্শিদাবাদ:-
জাতি ধর্ম নির্বিশেষে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল এবং গণফ্রন্টগুলোর বর্তমানে একটাই দাবি
“আর কোনো বিলম্ব নয় অবিলম্বে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় চাই “।
উল্লেখ্য এই দাবিটা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রথম দাবী রাখে 2015 সালের জুন মাসে, মুর্শিদাবাদের ডিএম কে ডেপুটেশনের মধ্য দিয়ে। কিন্তু সরকার ছয়টি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা বললেও মুর্শিদাবাদ জেলার নাম ঘোষণা করেননি।
আজ বহরমপুরে গোরাবাজার, বাসস্ট্যান্ড, ডিএম অফিস সামনে দিয়ে বিরাট মিছিল করেন। নেতৃত্ব দেন এস এফ আই জেলা সভাপতি জোসেফ হোসেন, সম্পাদক সন্দীপন দাস, সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ময়ুখ বিশ্বাস।
এ বিষয়ে জেলার প্রাক্তন সাংসদ মইনুল হাসান জানান-“সম্প্রতি রাজ্যে আরও পাঁচটি বিশ্ববিদ্যালয় হবে বলে শোনা যাচ্ছে । সেই তালিকায় মুর্শিদাবাদের নাম নেই।
পাশের মালদহ জেলায় নানা রকম 3- 4 টি বিশ্ববিদ্যালয়, নদীয়ায় দুটি, বর্ধমানে দুটি বীরভূমে একটি কেন্দ্রীয় ও একটি সরকারি হতে যাচ্ছে। কিন্ত মুর্শিদাবাদ জেলায় অপরাধ কী? “
ফলে শিক্ষায় সকলের জন্য সাম্য আনতে অবিলম্বে এই জেলায় বিশ্ববিদ্যালয় একান্তই প্রয়োজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584