ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
বৃহস্পতিবার ইয়েস ব্যাঙ্কের একাউন্ট থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পর শুক্রবার অচল হল ব্যাংকের ওয়েবসাইট। গতকাল থেকেই কাজ করছো না এটিএম পরিষেবা। আজ থেকে যুক্ত হল নেট ব্যাঙ্কিং পরিষেবা।
উল্লেখ্য, গত কালই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী ৩রা এপ্রিল পর্যন্ত ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজারের বেশি টাকা তোলা যাবে না বলে এক নির্দেশিকা জারি করে।
শুক্রবার সকালেই গ্রাহকরা লেনদেনের জন্য ব্যাংকের ওয়েবসাইট খুলে দেখে সেখানে কোন কাজ করা যাচ্ছে না। স্ক্রিনে ফুটে উঠছে,”হেভি ট্রাফিক” এর কারণে পরিষেবা বন্ধ রয়েছে। গ্রাহকদের পরে চেষ্টা করার অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের একাংশের দাবি গতকাল রাত থেকেই কাজ করছেনা এটিএমগুলোও। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দাবি করেছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584