নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মনিপুরে বিধানসভা নির্বাচন আগামী মাসেই। সব রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে একে একে। তবে ন্যাশনাল পিপলস পার্টি তাদের নির্বাচনী ইস্তেহারে বিশেষ গুরুত্ব দিয়েছে আফস্পা বাতিল করার বিষয়ে। পাশাপাশি মনিপুরে প্রধান বিরোধী দলও প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় এলে তারাও বাতিল করবে আফস্পা।
কনরাড সাংমা-র দল এনপিপি তাদের নির্বাচনী ইস্তেহারে লিখেছে মনিপুর থেকে যাতে আফস্পা বাতিল করা হয় সেদিকে তারা বিশেষ গুরুত্ব দেবে। উল্লেখ্য, মনিপুরে এনপিপির সঙ্গে জোট রয়েছে বিজেপির। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপির জোটসঙ্গীদের মধ্যে এনপিপি-ই প্রথম রাজনৈতিক দল যারা আফস্পা আইন বাতিলের জন্য কাজ করার কথা উল্লেখ করেছে। গত ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে সশস্ত্র বাহিনীর গুলিতে ১৮ জন নিরীহ গ্রামবাসীর প্রাণ যায়। এরপর থেকেই উত্তর-পূর্বের রাজ্যগুলি ফের সরব হয় আফস্পা বাতিলের দাবীতে।
আরও পড়ুনঃ যোগীর আশ্রম আদতে এক বিলাসবহুল বাংলো, দাবি মায়াবতীর
এনপিপি-র নির্বাচনী ইস্তেহারে আরও বলা হয়েছে যে, এনপিপি মনিপুরের মানুষের মূল দাবি-দাওয়া সম্পর্কে গভীরভাবে সচেতন। যথাযথ আদিবাসী অধিকার ও আফস্পা এই দুই বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুনঃ ইমেলের স্প্যাম ফোল্ডার খুলতেই মিলল গুপ্তধন!
উল্লেখ্য, ২০১৭ সালে এনপিপি ৪ টি আসনে জয়ী হয়, এই নির্বাচনে তারা ৪০ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। মোট দুই দফায় মনিপুরে ভোট গ্রহণ করা হবে। মণিপুরে প্রথম দফার ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584