নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পুলওয়ামার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে ফের দায়ী করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

শুক্রবার সিপিআইএমের প্রয়াত বর্ষীয়ান নেতা অনিল পাত্রের স্মরণ সভায় পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় এসে এমনই বক্তব্য দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

তিনি আরও বলেন ভোটের আগে পুলওয়ামা ঘটনা দিয়ে সাধারণ মানুষের মনটাকে উড়িয়ে দিয়েছিলেন এবং সফল হয়েছেন তিনি।

অন্যদিকে ভারতবর্ষে যেভাবে শুরু করে বাড়ছে বেকারত্ব সে নিয়ে মোদি সরকারকে দায়ী করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

এছাড়াও তিনি আরও বলেন কোনটা ঠিক উনি ভোটের আগে দু’কোটি বেকার যুবকদের চাকরি দেবে বলেছিলেন আদৌ কি সেটা ঘটেছে।

পরবর্তীতে সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার বিধানসভায় তৃণমূলের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কংগ্রেস নেতার বাদানুবাদ সম্পর্কে তিনি কোনো মতামত দিতে চাননি।
আরও পড়ুনঃ দিদিকে বলো কর্মশালা কুল্পিতে

তবে পশ্চিম বাংলায় এনআরসি চালুর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অসমে এনআরসি প্রয়োজন ছিল এবং তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত হয়ছে আমরা সেটাকে সমর্থন করি। কিন্তু পশ্চিম বাংলা সহ অন্যান্য রাজ্যে আমরা এর বিরোধিতা করছি করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584