দিদিকে বলো কর্মশালা কুল্পিতে

0
70

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যুব তৃণমূল দিদিকে বলো কর্মশালার পর পথে নামলো ব্লক যুব তৃণমূল সভাপতিরা।দক্ষিণ ২৪ পরগনার কুল্পি যুব তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক।

talk to didi workshop | newsfront.co
নিজস্ব চিত্র

কুল্পি বিধানসভার ১৪ টি  গ্রামপঞ্চায়েতের  যুব তৃণমূল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান তৃণমূল মাদার দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পালাবদলের পর তৃণমূল দলের কাজে ক্ষুব্ধ ছিলেন দলের একাংশ ।বিধায়ক যোগরঞ্জন হালদারের কাজ কর্ম নিয়ে দলের কাজকর্ম নিয়ে  ক্ষুব্ধ ছিল অধিকাংশ। নবম পঞ্চায়েত নির্বাচনে যার বহিঃপ্রকাশ ঘটে।

talk to didi workshop | newsfront.co
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভার মধ্যে চতুর্থ স্থানে থাকে কুল্পি  বিধানসভা।লোকসভায় ২৬৭৮৩ টা ভোট পেয়ে চতুর্থ স্থানে থাকলেও সপ্তদশ লোকসভাতে ভোট সংখ্যা বেড়েছে তৃণমূল।ফলে বিরোধী বিজেপি অক্সিজেন পেলেও সাময়িক ভাবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত কুল্পি তৃণমূল কংগ্রেস।দিদিকে বলো কর্মসূচি নিয়ে ইতি মধ্যে মাদার তৃনমূল কর্মসূচি শুরু করেছে ঠিকই ।

talk to didi workshop | newsfront.co
চলেছে ভোজনের আয়োজন।নিজস্ব চিত্র

এবার যুব তৃণমূলদের নিয়ে মাঠে ময়দানে নামতে চলেছে কুল্পি যুব তৃণমূল কংগ্রেস।এদিন  কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি  তারকনাথ প্রামানিক বলেন কোন দ্বন্দ্ব নয় আজ বিধায়কে জানিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে।

মাদার দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দলের নির্দেশ মতো চলতি মাসের আঠাশ তারিখ পর্যন্ত ঢোলা গ্রাম পঞ্চায়েতে দুটি বুথে কর্মসূচি পরেছে ।

talk to didi workshop | newsfront.co
জনসংযোগ রক্ষার্থে মানুষের বাড়িতে।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গ্রামে গ্রামে ঘুরে দিদিকে বলো প্রচারে করিম চৌধুরী

এই এলাকার মানেষদের নিয়ে দলের সর্মথকদের নিয়ে দলের নির্দেশে কাজ করবেন বলে জানান তিনি।তিনি আরো জানান যে দুটি বুথে কাজ করবেন সেই বুথে রাত্রীনিবাস করবেন ।মানুষের অভাব অভিযোগ নিতে এবার হাজির হবেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।এবার দলীয় কার্যালয়ে নয় বাড়িতে বাড়িতে হাজির হবেন।

এদিন সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন অর্পন কামার,ব্লক তৃণমূল ছাত্রপরিশোধ নেতা,মজ্জাফার হোসেন খান,ঢোলা অঞ্চল যুব সভাপতি,আব্দুর সালাম হালদার,গাজিপুর অঞ্চল যুব তৃণমূল সভাপতি,গোরাচাঁদ পাইক, রামকিশোর অঞ্চল যুব সভাপতি,সেক সাহিদ হোসেন,কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক,স্বরুপ কুমার বৈদ্য,কুল্পি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সহসভাপতি।ল,সংখ্যালঘু সেলের কুল্পি ব্লকের কার্যকরি সভাপতি সুকেশ সরদার।তৃণমূলের লক্ষ্য ২১ শে বিধান সভা।

বিধানসভার মসনদ তৃণমূল কংগ্রেস দখলে আনতে কি কুল্পি যুব তৃণমূল আর মাদার তৃণমূল কংগ্রেসের মধ্যে সমঝোতা আনতে কি দিদিকে বলো কর্মসূচিতে নামাচ্ছে দল?উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here