নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
রবিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে কংগ্রেস ও সিপিএম যৌথভাবে এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে একটি বিরাট প্রতিবাদ মিছিল বের করে। এদিন মিছিলটি শুরু হয় রথখোলা মোড় থেকে। এরপর মিছিলটি নকশালবাড়ি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় পানিঘাটা মোড়ে গিয়ে।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ভি পি সিং, নকশালবাড়ি- মাটিগাড়া বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ি পৌরনিগমের মেয়ার অশোক ভট্টাচার্য, জেলার সাধারণ সম্পাদক জীবেশ সরকার, সিটু নেতা গৌতম ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও সমর্থকরা। এর পাশাপাশি মিছিলটি শেষে একটি প্রকাশ্য জনসভা করা হয় পানিঘাটা মোড়ে এবং এই সমাবেশে বক্তব্য রাখেন কংগ্রেস ও সিপিএমের নেতা কর্মীরা।
আরও পড়ুনঃমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে প্রাক্-পরীক্ষা প্রস্তুতি শিবির ফালাকাটায়
অপরদিকে সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শঙ্কর মালাকার বলেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে বাঁচাতে হলে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলকে একত্রিত হতে হবে। তাই এদিন বাম ও কংগ্রেস যৌথভাবে এই মিছিলে অংশ নিয়েছি। অন্যদিকে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য বলেন এটি জাতীয় স্তরের সমস্যা। দেশের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে আমাদের সকলকে একত্রিত হতে হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আগামীতে শিলিগুড়িতেও বাম ও কংগ্রেস এই বিষয় নিয়ে পথে নামব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584