ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
খোদ প্রধানমন্ত্রীর হোম টাউনে গুজরাট বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপিকে পরাজিত করে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া মোট ৮টি সিটের মধ্যে ৬টি সিটে জয়লাভ করল ।
Students of PM Modi's hometown rejected BJP's dividing policies & chosen the ideology of united India.
NSUI won 6 out of 8 seats in Gujarat University Senate Elections.#NSUIWinsInGujarat pic.twitter.com/pnfxL8vfcO— NSUI (@nsui) March 9, 2020
জয়লাভের প্রতিক্রিয়ায় স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া টুইটারে জানায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোম টাউনের ছাত্র-ছাত্রীরা বিজেপির বিভেদমূলক নীতিকে প্রত্যাখ্যান করল এবং ঐক্য ভারতের আদর্শ বেছে নিল। গুজরাট বিশ্ববিদ্যালয় সেনেট নির্বাচনে এনএসইউআই(NSUI) আটটি সিটের মধ্যে ছটিতে জয়লাভ করেছে।”
দীর্ঘ চার বছর পর রবিবার ‘ভার্সিটি সেনেট এন্ড ওয়েলফেয়ার’ নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনে গুজরাট কলেজ ,আরএইচ পাটেল, এইচকে আর্টস এবং রাষ্ট্রভাষা কলেজ অংশগ্রহণ করে। মোট ৩২৭৯ ভোটের মধ্যে ২২১৮ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে।(ছবি সৌজন্যে: টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584