নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২০১৭ সালে মুক্তি পায় জয়রাজ ভট্টাচার্য পরিচালিত ছবি ‘ঘচাং ফু’। ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের একটি নগ্নদৃশ্য ছিল বেশ অনেক ক্ষণের। কিন্তু আজ ২০২০-তে এসে সেই ভিডিওর ১৩ সেকেন্ড হয়ে গেল ভাইরাল। আর তা নিয়ে চলছে ব্যাপক কাদা ছোঁড়াছুড়ি। কেউ করছে কুমন্তব্য, কেউ বা বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণে দেখছেন। অনেকে আবার বলেছেন এটা নাকি অনির্বাণের ব্যক্তিগত ভিডিও। এই প্রসঙ্গে অনেকে মূল্যবান মতামতে হাজির করেছেন ‘ছত্রাক’-এর পাওলি দামকে।

আরও পড়ুনঃ অসুস্থ ‘মোহর’ ধারাবাহিকের শঙখ প্রতীক সেন
এই দোলাচলে এবার সরব হয়েছেন পরিচালক স্বয়ং। তিনি ক্রাইম বিভাগে অভিযোগ জানাবেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ জনপ্রিয়তা লাভ করে বিদেশে। সেই ছবি আজ ২০২০-তে এসে ভাইরাল, তাও আবার ন্যাক্কারজনকভাবে! মেনে নিতে পারছেন না ছবির পরিচালক। অনির্বাণের মতো একজন অভিনেতাকে নিয়ে এহেন অকারণ কাদা ছোঁড়াছুড়ি অনভিপ্রেত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584