আর্থিক অনটনের মধ্যেই লড়াই করে স্বপ্ন পূরণের লক্ষ্যে নূরজামাল

0
123

জৈদুল সেখ,মুর্শিদাবাদঃ

nurjamal fight to the financial condition
নিজস্ব চিত্র

একাগ্রতা আর পরিশ্রম করে লক্ষ্যে স্থির থাকলে কোনো বাধায় তেমন ধোপে টেকেনা। মুর্শিদাবাদের কান্দীর উদয়চাঁদপুর হাইস্কুলের ছাত্র নূরজামাল সেখ,প্রতিদিন দারিদ্রতার সঙ্গে লড়াই করেও ৪১৪(৮৩%) নম্বর পেয়ে ২৪৫ শিক্ষার্থীদের মধ্যে এই স্কুলের প্রথম হয়েছে।

nurjamal fight to the financial condition
সম্বর্ধিত কৃতী ছাত্র নূরজামাল সেখ।নিজস্ব চিত্র

পিতা মহম্মদ আলী,অসুস্থ জনিত কারণে আট মাস আগেই মারা গেছে। জমি সম্পত্তি বলতে কেবল দু-কাঠা বসতভিটা, সংসার রয়ে যায় তিন ছেলে সহ স্ত্রী।বড়ো ছেলে নূরজামাল সেখ সংসার চালাতে পরের জমি কিংবা বাড়িতে দিনে খাটে এবং রাত্রে পড়াশোনা করে।দুই ভাই এক ঘরে মা থাকে আরেকটি ঘরে আর নূরজামাল কে দুয়ারে কিংবা আঙিনায় রাত কাটাতে হয়।

আরও পড়ুনঃ আইএএস হওয়ার স্বপ্নপূরণে সংশয়ে শ্রেমন্তী

এতো দারিদ্র্যতা এতো অভাব কে জয় করেও ৮৩ % নাম্বার পেয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে।
অর্থের অভাব ছিল টিউশন বলতে জীবন্তি চেতনা শিক্ষা নিকেতনের শিক্ষকরা ফ্রীতে সহযোগিতা করতেন বা পড়াতেন।এই খুশির খবর পেয়ে চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় কৃতী ছাত্রকে।উপস্থিত ছিলেন চেতনা বসু, রাহিবুল সেখ, হাইদার সেখ, আনেশ সেখ, দেবব্রত মন্ডল,তোকাজুম্মান।
চেতনার প্রধান শিক্ষক চেতনা বসু বলেন যে

” নূরজামালের পিতা নেই কিন্তু আমরা সকলেই তার পিতার মতো সহযোগিতা করব যতটা পারব সহযোগিতা করে নূরজামালের শিক্ষক হওয়ার স্বপ্ন পূর্নতা দেব।” উদয়চাঁপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কুনাল সরকার আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here