সুরক্ষার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ নার্সদের

0
34

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা আবহে নিজেদের সুরক্ষার দাবিতে এবার সরব হলেন নার্সরা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ৬ জন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ ধরা পড়তেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সোমবার হাসপাতালের সামনে নিজেদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ দেখালেন চাঁচল হাসপাতালের নার্সরা।

nurse protest | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার রাতে স্বাস্থ্যকর্মীদের করোনা পজিটিভ ধরা পড়ে। এদিন হাসপাতাল বন্ধ রেখে সঠিক ভাবে স্যানিটাইজেশন করা,আক্রান্তদের সংস্পর্শে যেসব স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা, প্রত্যেকের পরীক্ষা করা এবং পর্যাপ্ত পরিমাণে পিপিই কিটের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন নার্সরা।

এদিন প্ল্যাকার্ডে বিভিন্ন লেখা লিখে নার্সরা বিক্ষোভ প্রদর্শন করেন। কোনটাতে লেখা , “মানুষকে বাঁচাতে হলে চিকিৎসা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দাও,” কোনটাতে লেখা রয়েছে, “আমরা বাঁচাতে চাই,বাঁচতে চাই” ।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে একাধিক এটিএম লুটের ঘটনায় ধৃত পাঁচ দুষ্কৃতী

এদিনের বিক্ষোভে অংশ নেওয়া এক নার্স জানান, প্রশাসনে যারা রয়েছেন তারা যদি নার্সদের রক্ষা না করতে পারেন, তাহলে নার্সরা রোগীদের কিভাবে বাঁচাবে? হাসপাতালে তাদের সহকর্মীরা আক্রান্ত হয়েছেন।

তাই তারা সুরক্ষার কথা ভেবে হাসপাতাল বন্ধ করে স্যানিটাইজেশন এবং আক্রান্তদের যারা সরাসরি সংস্পর্শে এসেছেন, তাদের যাতে হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয় তার দাবি করছেন। দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here