শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের কর্মরত বিভিন্ন রাজ্যের নার্সরা চাকরি ছেড়ে চলে যাওয়ায় ইতিমধ্যেই কর্মী সংকট তৈরি হয়েছিল রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে। সেখানে ভিনরাজ্যের নার্সিং কলেজ থেকে স্নাতক হয়ে তারা পশ্চিমবঙ্গেই কাজে যোগ দিতে এসেছিলেন।
কিন্তু তাদের দুর্ভাগ্য এটাই যে সামান্য প্যানেল রেজিস্ট্রেশনের অভাবে তারা সকলেই চাকরি থেকে বঞ্চিত। ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে তারা বিষয়টি জানানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই চাকরি দাবিতে বুধবার দুপুরে নবান্ন অভিযান করলেন বঞ্চিত ওই ৫০ জন নার্সিং পড়ুয়ারা।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে ৯-১০ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন
জানা গিয়েছে, বুধবার দুপুর ১২ টা নাগাদ বিদ্যাসাগর সেতু ধরে তারা হাঁটতে শুরু করেন। প্রথমে তাদের পুলিশ আটকে দিলেও তারা ফিরে যেতে রাজি হননি। বাধ্য হয়ে হাওড়া সিটি পুলিশের কিয়স্কে তাদের বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। শেষমেশ তাদের ২ জন প্রতিনিধি গিয়ে নবান্নে গিয়ে দেখা করেন। বেরিয়ে তারা জানান, সমস্ত কাগজপত্র তারা জমা দিয়েছেন। কিছুদিনের মধ্যেই তাদের সমস্যার সুরাহা হবে বলে আশ্বাস মিলেছে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিশ্বভারতীতে ডেকে আনার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে
প্রসঙ্গত, চাকরির জন্য তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চেষ্টা করলেও রাজ্যের রেজিস্টারে এই প্যানেল রেজিস্ট্রেশন না থাকার কারণে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই এদিন তাদের এই মরিয়া চেষ্টা। তবে এবারে তারা সুরাহার আশা করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584