পিয়া গুপ্ত, উত্তর দিনাজপুরঃ
ধনতেরসের রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের কালীপূজা উদ্বোধনে বসিরহাটের সাংসদ তথা টলিউডের অন্যতম সেরা নায়িকা নুসরত জাহান। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ সাংসদ তথা বাংলা সিনেমার নায়িকা নুসরতকে দেখতে ও তাঁর কথা শুনতে ভীড় করেন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘের পুজো মন্ডপে।
নুসরতের সাথে রামকৃষ্ণ সংঘের কালীপুজো উদ্বোধনে ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ ৩২ ফুট উঁচু কালী প্রতিমা ও তেরো দিন ব্যাপী মেলা ঘিরে উচ্ছ্বাস বারবিশায়
রায়গঞ্জের মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত তৃণমূল সাংসদ তথা বাংলা সিনেমার অন্যতম সেরা নায়িকা নুসরত জাহান সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সকলে মিলে একসাথে প্রতিটি উৎসব পালনের জন্য মানুষের কাছে আহ্বান জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584