নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রামনগরের সার্বিক উৎকর্ষ, শিক্ষা-স্বাস্থ্য-কৃষি- অর্থ-সংস্কৃতির সর্বজনীন বিকাশ এবং নারীশক্তি, নারীশিক্ষা, নারী প্রগতি ও স্বনির্ভরতার ব্যতিক্রমী প্রতিষ্ঠান ‘রামনগর-১ ব্লক ও পঞ্চায়েত সমিতি’- র অনন্য প্রয়াস নন্দিনী মেলা ও রামনগর উৎসব।পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ‘নন্দিনী’ মহাসংঘ, সংঘ, উপসংঘ ও বাধিয়া, হলদিয়া-১, হলদিয়া-২, বসন্তপুর, গোবরা, পদিমা-১, পদিমা-২, তালগাছাড়ী-১, তালগাছাড়ী-২ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতদিনের নন্দিনী মেলা ও রামনগর উৎসবের উদ্বোধন হল।
রামনগর-১ ব্লকের রামনগর স্পোর্টস এসোসিয়েশন ময়দানে রামনগর-১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পরিচালনায় ১১ তম নন্দিনী মেলা ও,রামনগর উৎসবের উদ্বোধন করেন কাঁথির সাংসদ ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী। তিনি বলেন, “ধর্ম যে যার উৎসব সবার। মেলা হল মহামানবের মিলন ক্ষেত্র। বাংলার সংস্কৃতিতে মেলা এক অনন্য ঐতিহ্য। উৎসবের দিন গুলোতে সবাই মুখরিত হয়ে উঠুক।” নাচ, গান, সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান- সহ সাতদিনের মেলা শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, রামনগরের বিধায়ক অখিল গিরি, পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর, চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, রামনগর-১ এর বিডিও বিষ্ণুপদ রায়, রামনগরের ওসি স্বপন গোস্বামী, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, উৎসব কমিটির সভাপতি আব্দুল খালেক কাজী প্রমুখ।
রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র বলেন,”গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ‘নন্দিনী মেলা’র আয়োজন।মেলায় রয়েছে কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য- সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শতাধিক সরকারি স্টল ও প্রদর্শনী।রয়েছে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির, পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জন নিয়ে শিবির ও কন্যাশীর বিশ্বজয় ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা চক্র।তবে মেলায় কয়েক দিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।”
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বসিরহাটের সাংসদ ও চিত্রাভিনেত্রী নুসরত জাহান পরিচালিত মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584