নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভূঁইয়ার সমর্থনে নির্বাচনী প্রচার করেন লোকসভার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তার সাথে উপস্থিত ছিলেন দাসপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভুঁইয়া সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

দাসপুরের ভূতা এলাকায় তিনি রোড শো করে নির্বাচনী প্রচার করেন। নুসরত জাহানকে দেখতে ও তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায়।

নুসরত জাহান দাসপুরের ভূতা এলাকায় নির্বাচনী সভায় তার ভাষণে বলেন, “আপনারা দিদির পাশে থাকুন, আপনাদের পাশে দিদি রয়েছেন। বিজেপির কথায় আপনারা ভুলবেন না। কংগ্রেস সিপিএম এর কথা শুনবেন না। দিদি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার উন্নয়নে কাজ করছেন।


তাই দিদিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য আপনারা দাসপুর বিধানসভা কেন্দ্রে দিদির মনোনীত প্রার্থী মমতা ভূঁইয়াকে জোড়া ফুলে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিজেপি সম্প্রদায়িক দল জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে হিংসা সৃষ্টি করে সন্ত্রাস ছড়ায়। দাঙ্গাবাজ দল বিজেপি মানুষের কোনদিন ভালো চাইনি। তাই মিথ্যাবাদী ও সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।”
আরও পড়ুনঃ দলের নিরলস কর্মী আমিঃ শমীক ভট্টাচার্য

সেই সঙ্গে তিনি বলেন, “যারা ৩৪ বছর বাংলার ক্ষমতায় থাকা সত্ত্বেও বাংলার কোন উন্নয়ন করেনি সেই বামেদের কেও বিধানসভা নির্বাচনে আপনারা প্রত্যাখ্যান করবেন।” সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত দশ বছর বাংলার উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584