মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
২৫ এপ্রিল থেকে ইসলামি নিয়ম অনুযায়ী, শুরু হয়েছে মুসলিমদের উপবাস আর সংযমের রমজান মাস। এই একমাস চলবে প্রার্থনা এবং রোজা। সেই নিয়ম মেনেই রোজা রাখতে দেখা গেল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে।
গতকাল রোজা রেখে সারাদিন উপোস করেন তিনি। সন্ধ্যায় মায়ের সাথে ইফতারে যোগ দিতে দেখা যায় তাঁকে। সামনে রকমারি ফল সহ নানারকমের খাবার নিয়ে মায়ের সঙ্গে ইফতারে বসেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন নুসরত। ছবি দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। ছবিটি প্রকাশ্যে আসার পরেই নুসরতের ধর্ম নিয়ে প্রশ্ন তুললেন বেশকিছু নেটিজেন। নুসরত মুসলিম হয়ে বিয়ে করেছেন হিন্দু পরিবারের ছেলেকে। রথের রশিতে টানও দিয়েছেন তিনি।
আবার দশমীতেও হিন্দুদের সমস্ত নিয়ম পালন করেছেন নুসরত। এরপর আবার এখন রোজা রাখছেন। তাহলে তিনি ঠিক কোন ধর্মের? এই নিয়ে সরগরম নেট দুনিয়ায়। নেটিজেনদের উদ্দেশ্য এই প্রশ্নের মোক্ষম জবাব দিয়েছেন নুসরত। অভিনেত্রীর বরাবরের যুক্তি, তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। সেই বিশ্বাসেই তিনি বিজয়া দশমীতে সিঁদুর খেলেছেন, রথে ইস্কনের সঙ্গে ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেছেন আবার একই বিশ্বাস নিয়ে রোজাও রাখছেন রমজানে।
আরও পড়ুনঃ মরমী ‘আত্মিক’ নিয়ে হাজির জিতু-নবনীতা
নুসরত একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে বাড়িতে থেকেই রোজা রাখার কথা বলেন। বাড়িতেই আল্লাহকে স্মরণ করার কথা বলেন তিনি। তিনি বলেন, “মসজিদে নয়, বাড়িতেই নামাজ পড়ুন”। বিশেষ উৎসব, পার্বণেও মন্দির-মসজিদ যাওয়ার অনুমতি দিচ্ছে না প্রশাসন। কারণ, যেকোনও জমায়েত করোনার সংক্রমণ ছড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই তাঁর অনুরাগী এবং সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে ভিডিও বার্তার মাধ্যমে বাড়িতে থাকার কথা বলেন নুসরত।
তিনি বলেন ভগবান সর্বত্র বিরাজ করছেন। মন থেকে ডাকলে সবার ডাক নিশ্চয় শুনবেন আল্লাহ। একইসঙ্গে দেশবাসীকে রমজানের শুভেচ্ছাও জানান তিনি। তিনি আরও জানান যে, সকলে মিলে একসঙ্গে আল্লাহ-র কাছে দোয়া জানালে একদিন আমরা করোনা মুক্ত হবোই। খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে বিশ্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584