পর্যটন শিল্পের উন্নতির জন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানালেন নুসরাত

0
81

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বিজেপির পাখির চোখ এখন একুশের ভোট যুদ্ধ। বাংলার রাজ্য রাজনীতিতে কোনও পরিবর্তন আসবে কিনা, সে উত্তর সময়ের হাতে। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি যে উঠে পড়ে লেগেছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয়না।

nusrat jahan | newsfront.co
সাংবাদিক সম্মেলনে নুসরত জাহান। ছবিঃ বিভাস লোধ

এমন সময়ে, বিজেপিকে ‘পর্যটক’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তিনি বলেন, বিজেপির নেতা-মন্ত্রীরা যে ভাবে ঘন ঘন বাংলা সফর শুরু করেছেন, ওঁদের জন্যই পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প একেবারে ফুলে ফেঁপে উঠেছে।

বিজেপি নেতাদের এজন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাংসদ নুসরাত জাহান বলেন, “দেখেও ভাল লাগছে যে, ওরা বাংলাকে এতটা ভালবাসে। কিন্তু ওদের মনে করিয়ে দেওয়া উচিত যে, ওরাই কিন্তু এখন বাংলার একমাত্র পর্যটক”-বিজেপির উদ্দেশে ব্যাঙ্গাত্মক মন্তব্য তৃণমূল সাংসদ নুসরত জাহানের।

আরও পড়ুনঃ অমিত শাহকে বঙ্গ রাজনীতি নিয়ে পড়াশোনার নিদান মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে রাজ্য রাজনীতি এবং দল আর রং বদলের পালা যথেষ্টই আমোদ দিচ্ছে সাধারণ মানুষকে।এই আবহেই বিজেপিকে বহিরাগত তকমা দিয়ে একাধিকবার আক্রমণ করেছে তৃণমূল। কখনও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়, কখনও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনও আবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে এই কথা।

আরও পড়ুনঃ এবার লালা-ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ীকে তলব সিবিআইয়ের

স্বাভাবিক ভাবেই পালটা উত্তর দিতে ছাড়েনি পদ্ম শিবিরও। গত কয়েক মাসে দফায় দফায় রাজ্যে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা। সদ্য অমিত শাহ বাংলা সফরে এলেন। এরই মাঝে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে রাজনৈতিক তরজা।

আর এমন আবহে বিজেপিকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষ করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। শুধু তাই নয়, এরাজ্যে বিজেপি নেতারা শুধুই পর্যটক- একথাও স্পষ্ট ভাবে বললেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here