কলকাতা পুলিশের দ্বারস্থ নুসরত

0
99

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

অনুমতি না নিয়েই ভিডিও চ্যাট অ্যাপে ব্যবহার করা হচ্ছে অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহানের ছবি। এই ঘটনা নজরে আসতেই উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়ে কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হলেন নুসরত। প্রয়োজনে তিনি আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

Nusrat Jahan | newsfront.co
নুসরত জাহান

এই খবর টুইটার হ্যান্ডেলে নিজেই টুইট করে জানিয়েছেন সাংসদ। টুইটে তিনি লেখেন, ‘আমার অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করা হচ্ছে। এই ধরনের কাজ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকে আর্জি জানাচ্ছি, দয়া করে তাঁরা যেন সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করেন। প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত।’

ফ্যান্সি ইউ ভিডিও চ্যাট নামে একটি অ্যাপের বিজ্ঞাপনে লাল পোশাক পরিহিতা অভিনেত্রী নুসরত জাহানের ছবি একেবারে জ্বলজ্বল করছে। আর তাঁর পাশেই রয়েছে আরও এক তরুণীর ছবি।

আরও পড়ুনঃ সামনে এল বাংলায় সংবাদমাধ্যমের ছদ্মবেশে রাজনৈতিক প্রচারের ওয়েবসাইট তালিকা

সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করেই সরব হয় নেট দুনিয়া। যা নজর এড়ায়নি তৃণমূল সাংসদের। এরপরই উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য কলকাতা পুলিশের সাইবার সেলে আবেদন করেন নুসরত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here