সঙ্গীতপ্রেমীদের জন্য শিল্পী সুমিতার নতুন সিঙ্গলস ‘ও আকাশ’

0
338

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শিল্পী সুমিতা রাহুতের কণ্ঠে হাজির নতুন গান ‘ও আকাশ’। এই কঠিন সময়ে দাঁড়িয়ে শত খারাপ লাগার মাঝেও একমাত্র সুরই পারে মানুষের মনকে কিছুক্ষণের জন্য হলেও চিন্তামুক্ত রাখতে, হাসি ফোটাতে। আর সেই বিশ্বাস সঙ্গে নিয়েই সুমিতা রাহুতের এই নিবেদন।

Singer Sumita Rahut | newsfront.co

‘ও আকাশ’ গানটির রচয়িতা কৃষ্ণার্জুন মুখার্জি। সুর করেছেন কপিল চ্যাটার্জি। ‘নাইন সাউন্ড স্টুডিওজ’-এর নিবেদনে ভিডিও সহ গানটি শোনা যাচ্ছে সুমিতা রাহুতের ইউটিউব প্ল্যাটফর্মে।

শিল্পীর জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় হলেও আজ তিনি দুর্গাপুরের স্থায়ী বাসিন্দা। তবে, দূরত্ব কোনওদিন বাধা হয়ে দাঁড়ায়নি সঙ্গীতের পথে। দুর্গাপুর থেকে কলকাতা নিয়মিত যাতায়াত করে গান নিয়ে পড়াশুনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। মাস্টার ডিগ্রি অর্জন করেছেন রবীন্দ্রসঙ্গীতে।

অনেক ছোটবেলা থেকেই গানের চর্চা করেন সুমিতা রাহুত। বয়স তখন কতই বা, ৭ কিংবা ৮। বিভিন্ন সময়ে গান শিখেছেন রানু মুখার্জি, পণ্ডিত অজয় চক্রবর্তী, তপন দে, শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত, রাজা চ্যটার্জি সহ আরও বহু প্রতিষ্ঠিত সঙ্গীত গুরুর কাছে।

আরও পড়ুনঃ মুক্তির পথে ‘রাজার কীর্তি’

শিল্পী নিউজফ্রন্টকে জানান, “প্রচারের আলোয় কী ভাবে আসতে হয় আমার জানা নেই। গানটা গেয়ে গেছি মন প্রাণ ঠেলে। গাইব চিরকাল। সুরই সর্বশ্রেষ্ঠ সাধনা- জানা ছিল কথাটা। তাই সুরেই বেঁচেছি, সুরেই ভেসেছি। তবে আজ বুঝি, প্রতিভার পাশাপাশি প্রচারেরও দরকার। না হলে প্রতিভার সঠিক দাম কেউ দেয় না। শত যত্ন নিয়ে কোনও অনুষ্ঠানে গান গাইতে গিয়ে দেখেছি সঠিক মূল্য পাইনি। কদরও নয়। আমি অনেক বেশি মানুষের কাছে নিজের গান পৌঁছে দিতে চাই৷ পাশে থাকবেন। ভাল লাগবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here