নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অতিমারির সময় মানুষ যখন ঘর বন্দি তখন মানসিক জোরই আতঙ্কের আবহ থেকে উওরণের পথ দেয়। লকডাউন থেকে আনলকের দিকে ধাপে ধাপে এগিয়েও নানাকারণে বাধার সম্মুখীন হচ্ছি আমরা। এই সময়ে কিংবদন্তি সলিল চৌধুরীর গানের দ্বারা অণুপ্রাণিত হলেন দুই বাংলার বেশ কিছু যন্ত্রশিল্পী। তাঁদের মিলিত যন্ত্রানুসঙ্গে বেজে উঠল সেই বিখ্যাত গান ‘ও আলোর পথযাত্রী’র সুর। এই গানের সুরই এই কঠিন সময়ে শ্রোতাদের উপহার দিতে বদ্ধ পরিকর ভারত বাংলাদেশের শিল্পীরা।
বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী রকেট মন্ডলের সলিল চৌধুরীর সঙ্গে কাজ করার সুবাদে নিজেই দুই দেশের ১২ জন শিল্পীকে একত্রিত করে অনলাইনে এই গানটি নিয়ে এসেছেন।
আরও পড়ুনঃ কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্টদের নিয়ে গড়ে উঠল অন্য ফোরাম
রকেট মণ্ডলের কথায়- “সলিলদার গণসঙ্গীত সবসময়ই অনুপ্রেরণা জোগায়। এই গানটি তেমনই একটি গান। আমি যখন সব শিল্পীদের এই উদ্যোগের কথা জানাই তাঁরা এক কথায় রাজি হয়ে যান। করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষের জীবনে আমূল বদল এসেছে। কত মানুষ রোজগারের পথ হারিয়েছেন। কত মানুষ আগামী দিনেও হয়ত সমস্যাতে পড়বেন তখন এই গানই হয়তো মানসিক ভাবে ভেঙে পড়া মানুষগুলোকে সাহস জোগাবে।”
আরও পড়ুনঃ রহস্যজনকভাবে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার
গানটিকে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারত ও বাংলাদেশের বারো জন নামী যন্ত্রসংগীত শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন রাহুল চ্যাটার্জি, স্নেহাশিস মজুমদার, মোর্শেদ খান, পিয়ারু খান, কাজী অরিন্দম, সৌম্যজ্যোতি ঘোষ, গোপা দে সরকার, তাপস রায়, ফোয়াদ নাসের বাবু, সম্রাট বোস, ওয়াল্টার ডিয়াস এবং রকেট মন্ডল।
প্রসঙ্গত, এই গানটি ‘ঘুম ভাঙার গান’ অ্যালবামে মুক্তি পায় প্রথম। স্বাধীন পরবর্তী ভারতে দেশের মানুষের কাছে অনুপ্রেরণার গান ছিল এটি, যা আজও গেঁথে আছে সকলের হৃদয়ে। নতুন প্রজন্ম এই গানের অনুরাগী। বিভিন্ন জায়গায় গানটি পরিবেশিত হওয়ার পাশাপাশি গানটির নৃত্যায়োজনও হয়েছে একাধিকবার। আজও সেই ধারা অব্যাহত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584