নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ইয়াসের কবলে বানভাসিদের এবার টিকাকরণের ব্যবস্থা করতে চলেছে সংস্থা ‘O2কু সবার’। করোনাকালে নানাভাবে মানুষের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে এই সংস্থা। এবার তাদের নয়া উদ্যোগ সুন্দরবনের ইয়াস বিধ্বস্তদের করোনার টিকাপ্রদান ৷

বানভাসিদের জন্য নৌকোতেই ব্যবস্থা করা হচ্ছে টিকাকরণের। আর এই সংক্রান্ত পোস্ট নিজের সামাজিক দেওয়ালে শেয়ারও করেছেন সৃজিত মুখার্জি। বলতে দ্বিধা নেই, ‘O2 কু সবার’ প্রয়াসের অন্যতম মুখ সৃজিত মুখার্জি। ত্রাণকার্যে সদা সর্বদা সক্রিয় রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মা হওয়ার এক মাস পালনে মহৎ উদ্যোগ সোনালীর, পাশে ভাস্বর
শহরের বুকে ইতিমধ্যেই ‘O2কু সবার’-এর উদ্যোগে গৃহ সহায়িকা, গাড়িচালক, পরিচারিকা-সহ অন্যান্য সামাজিক কাজে লিপ্ত মানুষদের টিকাকরণ চলছে মেডিকা হাসপাতালের তত্ত্বাবধানে ৷ অনেকেই স্মার্ট ফোনের অভাবে, শিক্ষার অভাবে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করাতে পারছেন না ৷ তাঁদের সমস্যা দূর করতে উদ্যোগী এই সংস্থা। জনস্বার্থে আগামীতে আরও অনেক কাজের পরিকল্পনা আছে এই সংস্থার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584