লোকসভার সাফল্য উদযাপনে উদ্দাম অশ্লীলতা,ধৃত ৩

0
59

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

রাতের অন্ধকার চিরে মঞ্চের ফ্লাড লাইটে দুলে উঠছে উদ্দাম নারী শরীর।মঞ্চের উপর তখন যুগল নাচ দেখাতে ব্যস্ত।‘নাচ’ বললে বোধহয় ভুল হবে।নাচের মত করে অশ্লীলতা।

obscenity | newsfront.co
উদ্দাম অশ্লীলতা।নিজস্ব চিত্র

সমানে প্রবৃত্তি তাড়িত হয়ে উদ্দাম দর্শককুল।কখনও হিন্দি গানের তালে কখনও চটুল বাংলা গানের তালে নাচের মুদ্রার আদলে মঞ্চের উপরে যেন বসেছে যৌনতার ছড়াছড়ি।

লোকসভা নির্বাচনে ভাল ফল পাওয়ার আনন্দে কলকাতা থেকে বার ডান্সার আনা হয় ভাঙড়ে।সোমবার রাতে ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামে।

চটুল গানের তালে নাচ পরিবেশণ করেন কয়েকজন বার ড্যান্সার।যদিও পুলিশের বিনা অনুমতিতে এলাকায় অশ্লীল নাচ গানের পরিবেশ তৈরি হয়েছে এমন অভিযোগ পেয়ে রাতেই সেই অনুষ্ঠান বন্ধ করে কাশীপুর থানার পুলিশ।

এমন ঘটনায় স্বভাবতই মুখ পুড়েছে ভাঙড়ের তৃনমূল নেতৃত্বের।এ ব্যপারে কোন মন্তব্য করতে চাননি ব্লক সভাপতি ওহিদুল ইসলাম।

আরেক নেতা আরাবুল ইসলাম বলেন,‘এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক,তবে এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’

স্থানীয় সূত্রে খবর,এবারের লোকসভা নির্বাচনে নিমকুড়িয়া গ্রাম থেকে ভাল মার্জিন পেয়েছে তৃনমূল।তাই দলের নির্দেশে যখন বিজয় মিছিল করা বারণ তখন আনসার অনুগামীরা দাবি তোলেন একটা বিচিত্রানুষ্ঠানের জন্য। অনুগামীদের দাবি মেনে আনসার প্রথমে কাবালির আসর করবেন বলে রাজি হয়েও পরে বার ড্যান্সার আনার সিদ্ধান্ত নেন।আর তাতেই অপসংস্কৃতির অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।

এর আগে ভাঙড়ের প্রাক্তন জেলা পরিষদের এক সদস্যের বিরুদ্ধে ভাঙড় থানার সামনে স্বল্প বসনা নর্তকীদের নিয়ে চটুল নাচ গান এবং টাকা ওড়ানোর অভিযোগ উঠেছিল।সেই সময় বিতর্ক এড়াতে তৎক্ষণাৎ ওই নেতাকে বহিষ্কার করে দলীয় শৃঙ্খলায় চরম বার্তা দিয়েছিল দল।

সেই ঘটনার পর আবার অশ্লীল নৃত্যের ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতার।

এক প্রত্যক্ষদর্শী বলেন,‘মেয়ে গুলো অর্ধউলঙ্গ হয়ে এত বিশ্রী অঙ্গভঙ্গি করে নাচছিল মনে হচ্ছিল যেন চোখের সামনে নীল ছবি দেখছি। ছোট বাচ্চা,স্কুল পড়ুয়া সবাই লজ্জায় মুখ ঢাকে।’

অনুষ্ঠানের খবর পৌঁছায় কাশীপুর থানার কাছে।রাতেই কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ খেজুরিতে ভারতীর গাড়ি আটকালো পুলিশ,উত্তেজনা এলাকায়

অভিযুক্ত উপপ্রধান আনসার মোল্লার ফোন বন্ধ থাকায় তাঁর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।প্রতিক্রিয়া মেলেনি তৃনমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীরও। তবে এলাকা থেকে আজ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here