মনিরুল হক, কোচবিহারঃ
দুর্নীতির অভিযোগ তুলে শ্মশান ঘাট উদ্বোধনের ঠিক প্রাক মুহূর্তে বিক্ষোভ আন্দোলনে নামল স্থানীয় বাসিন্দারা।
আজ মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার অশোকবাড়ি গ্রামে তেঁতুলেরছড়া শ্মশানঘাটে ওই ঘটনাকে কেন্দ্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিন ওই শ্মশানঘাট উদ্বোধন অনুষ্ঠানে কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা, মাথাভাঙার মহকুমা শাসক শুভ্রজ্যোতি ঘোষ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও সম্বল ঝাঁ ও বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই উদ্বোধন অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানোর কাজ করা হয়েছে। ঠিক তার আগে গ্রামবাসীরা দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,তাঁরা জানতে পেরেছেন ওই শ্মশানঘাট নির্মাণের জন্য ২৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এতে একদিকে যেমন নিম্ন মানের কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন,তেমনি অভিযোগ উঠেছে, শ্মশানের লোহা দিয়ে যে চুল্লি তৈরি হয়েছে।সেটার আকার অনেক ছোট, ফলে সৎকারের কাজে সমস্যা তৈরি হবে।
শ্মশানে যাওয়ার রাস্তাও তৈরি করা হয় নি। তাই ওই কাজের অর্ডার কপি দেখে কাজ বুঝে নিয়ে তবেই ওই শ্মশান উদ্বোধন করতে দেবেন বলে বাসিন্দারা জানিয়েছেন।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা,অবরোধ ক্ষুব্ধ স্থানীয়দের
যদিও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত হওয়াতেই স্থানীয় বিজেপির কয়েকজন কর্মী গ্রামবাসীদের ভুল বুঝিয়ে মিথ্যে অভিযোগ তুলে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন। অন্যদিকে অবশ্য ওই আন্দোলন নিয়ে রাজনীতির কোন বিষয় নেই বলে আন্দোলনকারীরা দাবী করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584