সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আলিম পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থানে সুন্দরবনের ছাত্র।ইচ্ছা আরবিতে অধ্যাপনা করা। মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় ৯০০-এর মধ্যে ৭৯৮নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছে।কুলপি ব্লকের ঢোলাহাট থানার ভগবানপুরের শরিফুল ইসলাম শাহ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার মাদার পাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষাদেয় শরিফুল ইসলাম শাহ।এই থানার ভগবানপুরের বাসিন্দা শরিফুল ইসলাম শাহের এই ফলাফলে খুশি পরিবার আত্মীয়-স্বজন থেকে মাদ্রাসার শিক্ষক মহল।
বাবা মকবুল আলি শাহ দিনমজুর করে সংসার চালান।এই অভাব অনটনের মধ্যে পড়াশোনার সাথে সাথে দাদার সঙ্গে কাপড়ে জরির কাজ করে হাত খরচা চালায় শরিফুল ইসলাম শাহ।
আরও পড়ুনঃ মেয়ের ইচ্ছে নার্স হওয়া মায়ের স্বপ্ন শিক্ষিকা,প্রতিবন্ধকতা অর্থ
কাজ করেও দিনে দশঘন্টা পড়াশোনা করে এই সাফল্য এসেছে বলে সে জানায়। বর্তমানে সে ভর্তি হয়েছে হুগলি আরামবাগের একটি মাদ্রাসায়।আরবি ভাষায় লেখাপড়া শিখে অধ্যাপনা করতে চায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584