আমিনুল হক,নিউজফ্রন্ট্,মুশিদাবাদ্ ,২৪ শে অক্টোবর-
মঙ্গলবার বেলডাঙ্গা থানার ওসি সমিত তালুকদার মানিকনগর উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রী দের মধ্যে সমাজ সচেতনতামুলক ক্লাস নিলেন ।কার্যত শিক্ষকের ভূমিকায় দেখা যায় তাঁকে।
বর্তমানে একের পর বেড়ে ওঠা বিভিন্ন ধরনের সমাজিক অপরাধ ও নানা আধুনিক অপরাধ যা সাইবার ক্রাইম এর মতো মারাত্বক অপরাধে পরিনত হচ্ছে সেই সম্পর্কে তিনি গভীরভাবে আলোচনা করেন। আলোচনা করেন মুলত -বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, ও ব্যাঙ্কিং এটিএম জালিয়াতি ,সেভড্রাইভ বিষয়ে ।
কোন আইন ভাঙ্গলে কি ধরনের আইনি ব্যবস্থা আছে তাও জানান তিনি। পাশাপাশি আলোর পথে app এর বিষয়ে তথ্য প্রদান করেন ।
স্কুলের ইতিহাসের সহকারী শিক্ষক সাজাত আলী -বলেন ” ছাত্র-ছাত্রীদের জন্য প্রশাসনের তরফে এই ধরনের উদ্যোগে আমি সত্যিই খুশী” ।এদিন ছাত্রছাত্রীদের মধ্যে এক অন্য ধরনেরচোখে পড়ার মত উৎসাহ ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584